Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভাসানচরের পথে আরও ১৪৬৬ রোহিঙ্গা

স্পেশাল করেসপন্ডেন্ট
৩০ জানুয়ারি ২০২১ ১১:০৬ | আপডেট: ৩০ জানুয়ারি ২০২১ ১৫:২১

চট্টগ্রাম ব্যুরো: কক্সবাজারের উখিয়া ক্যাম্প থেকে স্থানান্তরের অংশ হিসেবে তৃতীয় ধাপের দ্বিতীয় পর্যায়ে আজ ১৪৬৬ জন রোহিঙ্গাকে ভাসানচরে পাঠানো হয়েছে।

শনিবার (৩০ জানুয়ারি) সকাল ৯টায় নৌ বাহিনীর ৪টা জাহাজে করে তারা চট্টগ্রাম নগরীর পতেঙ্গা বোটক্লাব সংলগ্ন নৌ বাহিনীর জেটি থেকে নোয়াখালীর ভাসানচরের উদ্দেশে রওনা দেয়।

এর আগে শুক্রবার (২৯ জানুয়ারি) রাতে ২৯টি বাসে করে তাদের কক্সবাজার থেকে চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় আনা হয়।

নৌবাহিনীর চট্টগ্রাম নৌ অঞ্চলের প্রধান রিয়ার এডমিরাল মোজাম্মেল হক সারাবাংলাকে বলেন, তৃতীয় ধাপের দ্বিতীয় পর্যায়ে আজ ১৪৬৬ জন রোহিঙ্গাকে ভাসানচরে পাঠানো হয়েছে। পরবর্তী পর্যায়ে আরও রোহিঙ্গাকে পাঠানোর জন্য আমরা প্রস্তুত আছি। তবে পরবর্তী পর্যায় কবে ঠিক হবে সেই সময়টি এখনও চূড়ান্ত হয়নি।

তিন দফায় এ পর্যন্ত প্রায় ৭ হাজার রোহিঙ্গা ভাসানচরে গেছে বলে তিনি জানিয়েছেন।

উল্লেখ্য, গত ৪ ডিসেম্বর প্রথম ধাপে ১ হাজার ৬৪২ জন, দ্বিতীয় ধাপে ২৯ ডিসেম্বর ১ হাজার ৮০৪ জন এবং তৃতীয় ধাপের প্রথম দিন ৩০ জানুয়ারি আরও ১ হাজার ৭৭৮ জন রোহিঙ্গা সদস্য স্বেচ্ছায় ভাসানচরে আসে। এছাড়া মালয়েশিয়া যেতে ব্যর্থ হয়ে ফিরে আসা ২ ধাপে ৩০৬ জন রোহিঙ্গাকে সমুদ্র থেকে উদ্ধার করে ভাসানচরে রাখা হয়েছিল।

সরকারের নিজস্ব অর্থায়নে ২ হাজার ৩১২ কোটি টাকা ব্যয়ে প্রায় ১৩ হাজার একর আয়তনের এই চরে ১২০টি গুচ্ছগ্রামের অবকাঠামো তৈরি করে সেখানে ১ লাখের বেশি মানুষের বসবাসের ব্যবস্থা করা হয়েছে।

সারাবাংলা/আরডি/এসএসএ

টপ নিউজ ভাসানচর রোহিঙ্গা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর