Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঝিনাইদহে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ জানুয়ারি ২০২১ ০৮:৫১

ঝিনাইদহ: সদর উপজেলার মধুপুর নামক স্থানে ট্রাকচাপায় ইমন আহম্মেদ রবিন (১৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (২৯ জানুয়ারি) বিকেলে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের ওই স্থানে দুর্ঘটনা ঘটে। ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত রবিন শহরের ব্যাপারীপাড়ার রবিউল ইসলামের ছেলে।

ওসি মিজানুর রহমান জানান, দুপুরে রবিন মোটরসাইকেলে চড়ে মধুপুর থেকে ঝিনাইদহে ফিরছিল। ঘটনাস্থলে পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দিলে সে রাস্তার উপর ছিটকে পড়ে। এসময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে ঝিনাইদহ ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সারাবাংলা/এসএসএ

ঝিনাইদহ ট্রাকচাপা মোটরসাইকেল আরোহী নিহত

বিজ্ঞাপন

আজিমপুরে শায়িত প্রবীর মিত্র
৬ জানুয়ারি ২০২৫ ১৮:২৬

আরো

সম্পর্কিত খবর