Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী কমিটির ভার্চুয়াল সভা

স্পেশাল করেসপন্ডেন্ট
৩০ জানুয়ারি ২০২১ ০৮:২৩ | আপডেট: ৩০ জানুয়ারি ২০২১ ১৩:১৯

ঢাকা: স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ জানুয়ারি) বিকেল ৪ টায় শুরু হওয়া এ সভা শেষ হয় রাত সাড়ে ৯ টায়। সভায় বিএনপির ৩২ জন নেতা বক্তব্য দেন বলে সারাবাংলাকে জানিয়েছেন দলটির চেয়ারপারসনের প্রেসউইং সদস্য শায়রুল কবির খান।

সভায় প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এটি ছিল স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে গঠিত কমিটির সঙ্গে তার দ্বিতীয় সভা। সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও যুক্ত ছিলেন।

বিজ্ঞাপন

অন্যদের মধ্যে যুক্ত ছিলেন স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির আহ্বায়ক বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, সদস্যসচিব আব্দুস সালাম, আইনের শাসন ও মানবাধিকার কমিটির আহ্বায়ক ব্যারিস্টার মওদুদ আহমদ, সদস্য সচিব এডভোকেট আসাদুজ্জামান আসাদ, রংপুর বিভাগ কমিটির সদস্য সচিব আসাদুল হাবিব দুলু, ঢাকা বিভাগ কমিটির আহ্বায়ক মির্জা আব্বাস, সদস্য সচিব ফজলুল হক মিলন, প্রচার কমিটির আহ্বায়ক গয়েশ্বর চন্দ্র রায়, সদস্য সচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, সেমিনার সিম্পোজিয়াম কমিটির আহ্বায়ক ডক্টর আব্দুল মঈন খান, সদস্য সচিব ইসমাইল জবিউল্লাহ ময়মনসিংহ বিভাগ কমিটির আহ্বায়ক নজরুল ইসলাম খান, সদস্য সচিব শরীফুল আলম, চট্টগ্রাম বিভাগ কমিটির আহ্বায়ক আমির খসরু মাহমুদ চৌধুরী, সদস্য সচিব মাহাবুবের রহমান শামীম, বরিশাল বিভাগ ও স্বরচিত কবিতা, চিত্রাংকন প্রতিযোগিতা কমিটির আহ্বায়ক সেলিমা রহমান, সদস্য সচিব আবদুল হাই শিকদার, মিডিয়া কমিটির আহ্বায়ক ইকবাল হাসান মাহমুদ টুকু সদস্য সচিব শামা ওবায়েদ, প্রকাশনা কমিটির আহ্বায়ক আবদুল্লাহ আল নোমান, মুক্তিযোদ্ধা সম্মাননা কমিটির আহ্বায়ক ব্যারিস্টার মেজর (অবঃ) শাহজাহান ওমর বীর উত্তম সদস্য সচিব কর্নেল (অবঃ) জয়নাল আবেদিন, র‌্যালি কমিটির আহ্বায়ক মো. বরকত উল্লাহ বুলু, সদস্য সচিব হাবিব উন নবী খান সোহেল, ফরিদপুর বিভাগ কমিটির আহ্বায়ক মেজর জেনারেল (অবঃ) রুহুল আলম চৌধুরী, সদস্য সচিব সেলিমুজ্জামান সেলিম, অর্থ কমিটির আহ্বায়ক মো. আব্দুল আউয়াল মিন্টু সদস্য সচিব প্রকৌশলী খালেদ মাহবুব শ্যামল, খুলনা বিভাগ কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, সদস্য সচিব নজরুল ইসলাম মঞ্জু, মুক্তিযুদ্ধের বইমেলা ও চিত্র প্রদর্শনী কমিটির আহ্বায়ক আমানউল্লাহ আমান, সদস্য সচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স, রাজশাহী বিভাগ কমিটির আহ্বায়ক মিজানুর রহমান মিনু, সদস্য সচিব রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সাংস্কৃতিক কমিটির আহ্বায়ক গাজী মাজহারুল আনোয়ার, সদস্য সচিব আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল, কুমিল্লা বিভাগ কমিটির আহ্বায়ক মনিরুল হক চৌধুরী, সদস্য সচিব মো. মোস্তফা মিয়া, সচিবালয় কমিটির আহ্বায়ক বিজন কান্তি সরকার, সদস্য সচিব জেড খান মো. রিয়াজউদ্দিন নসু, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন ক্রীড়া বিষয়ক কমিটির আহ্বায়ক লে. কর্ণেল (অবঃ) এম এ লতিফ খান, সদস্য সচিব আমিনুল হক, চিকিৎসা ও সেবা বিষয়ক কমিটির আহ্বায়ক ডাক্তার ফরহাদ হালিম ডোনার, সদস্য সচিব ডাক্তার হারুনুর অর রশিদ, রচনা প্রতিযোগিতা কমিটির আহ্বায়ক ডক্টর খন্দকার মুস্তাহিদুর রহমান, সদস্য সচিব ডক্টর এ বি এম ওবায়দুল ইসলাম, ইউরোপ সমন্বয় কমিটির আহ্বায়ক মাহিদুর রহমান, ক্ষুদ্র জাতিগোষ্ঠী সমন্বয় কমিটির আহ্বায়ক লে. কর্ণেল (অবঃ) মনীষ দেওয়ান, সদস্য সচিব অধ্যাপক মার্শেল এম চিরান, সিলেট বিভাগ কমিটির আহ্বায়ক আরিফুল হক, সদস্য সচিব ডাক্তার সাখাওয়াত হাসান জীবন, যুক্তরাজ্য কমিটির আহ্বায়ক এম এ মালেক মধ্যপ্রাচ্য কমিটির আহ্বায়ক আব্দুল আলী মুকীব এবং পেশাজীবী বিষয়ক কমিটির আহ্বায়ক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন ।

বিজ্ঞাপন

সভায় বিভাগীয় কমিটি ও বিষয় ভিত্তিক কমিটির বছরব্যাপী কর্মসূচির প্রস্তাবনা পর্যালোচনা করা হয় এবং পরবর্তী সময় স্টিয়ারিং কমিটির মাধ্যমে বিএনপির জাতীয় স্থায়ী কমিটি বছরব্যাপী কর্মসূচির ক্যালেন্ডার প্রণয়ন করবে বলে সিদ্ধান্ত হয়।

আরও পড়ুন- স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ২ লক্ষ্য বিএনপির

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন সার্বজনীন করার লক্ষ্য বিএনপির

 

সারাবাংলা/এজেড/এসএসএ

টপ নিউজ বিএনপি ভার্চুয়াল সভা স্বাধীনতার সুবর্ণজয়ন্তী

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর