Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিলেটে যুক্তরাজ্যফেরত ২৮ প্রবাসীর করোনা শনাক্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ জানুয়ারি ২০২১ ২০:৫৬ | আপডেট: ৩০ জানুয়ারি ২০২১ ০০:২৮

সিলেট: যুক্তরাজ্য থেকে দেশে আসা ২৮ জন প্রবাসী করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। দেশে ফেরার পর কোয়ারেনটাইনে রেখে নমুনা পরীক্ষায় তারা করোনা পজিটিভ প্রমাণিত হন।

ভাইরাস আক্রান্তদের সরকারি ব্যবস্থাপনায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (২৯ জানুয়ারি) সিলেট স্বাস্থ্যবিভাগ জানায়, গত ২১ জানুয়ারি যুক্তরাজ্য থেকে দেশে আসেন ১৫৭ জন প্রবাসী। তাদের সেনাবাহিনী ও পুলিশের তত্ত্বাবধানে প্রাতিষ্ঠানিক কোয়ারেনটাইনে বিভিন্ন হোটেলে রাখা হয়। প্রাতিষ্ঠানিক কোয়ারেনটাইন থেকে ছেড়ে দিতে গত রোববার তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করানো হয়। এতে ২৮ জন করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হন।

এসব যাত্রী করোনা পজিটিভ প্রমাণিত হওয়ায় তাদেরকে সিলেটের খাদিমপাড়ার ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। আক্রান্তদের শারীরিক পরিস্থিতির দিকেও নজর রাখা হচ্ছে।

সারাবাংলা/এমও

করোনাভাইরাস প্রবাসী যুক্তরাজ্যফেরত

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর