Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেফতার

স্পেশাল করেসপন্ডেন্ট
২৯ জানুয়ারি ২০২১ ২০:১৬ | আপডেট: ২৯ জানুয়ারি ২০২১ ২০:১৮

চট্টগ্রাম ব্যুরো: মিয়ানমার থেকে সেনাবাহিনীর নিপীড়নে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া এক রোহিঙ্গা যুবককে ৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২৯ জানুয়ারি) সকালে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার চরণদ্বীপ ফকিরাখালী বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার মো. ইমতিয়াজ (২৩) মায়ানমারের আকিয়াব জেলার বুচিডং থানার বরই সিকদার পাড়ার মৃত শমছু আলমের ছেলে। সে কক্সবাজার জেলার উখিয়া থানার কুতুপালং শরণার্থী ক্যাম্পে থাকে।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল করিম সারাবাংলাকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে ইমতিয়াজকে আটক করা হয়। তার শরীরে তল্লাশি চালিয়ে ৪০০ পিস ইয়াবা পাওয়া গেছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও বিদেশি নাগরিক সম্পর্কিত আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার বিকেলে তাকে আদালতে হাজির করা হয়। আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।’

সারাবাংলা/আরডি/এমও

ইয়াবা রোহিঙ্গা যুবক

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর