Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘শেখ হাসিনা আর ৮ বছর সময় পেলে বাংলাদেশ হবে উন্নত রাষ্ট্র’

স্পেশাল করেসপন্ডেন্ট
২৯ জানুয়ারি ২০২১ ১৯:২৬ | আপডেট: ২৯ জানুয়ারি ২০২১ ১৯:৩৮

চট্টগ্রাম ব্যুরো: প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ পরিচালনায় আর ৮ বছর সময় পেলে বাংলাদেশকে উন্নত রাষ্ট্রের কাতারে নিয়ে যেতে পারবেন বলে মনে করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

শুক্রবার (২৯ জানুয়ারি) বিকেলে চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় সাগরতীরে নবনির্মিত গুপ্তছড়া ফেরিঘাটে ‘দ্বীপবন্ধু মুস্তাফিজুর রহমান জেটিঘাট’ উদ্বোধনের সময় এ কথা বলেন প্রতিমন্ত্রী খালিদ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়তে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর সরকারের নেওয়া বিভিন্ন উন্নয়নমুখী অর্থনৈতিক পদক্ষেপের কারণে বাংলাদেশ এরইমধ্যে মধ্যম আয়ের দেশের কাতারে পৌঁছে গেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি আর ৮ বছর সময় পান, তবে বাংলাদেশ উন্নত দেশের কাতারে পৌঁছে যাবে।’

দেশের নৌখাতে উন্নয়নের বিভিন্ন তথ্য তুলে ধরে তিনি বলেন, ‘স্বাধীনতার পর বঙ্গবন্ধুর নেতৃত্বাধীন সরকার সাতটি ড্রেজার ক্রয় করেছিল। এরপর দীর্ঘ ৩৫ বছরে বিএনপি ও এরশাদ সরকারের আমলে একটি ড্রেজারও কেনা হয়নি। পুরনো সেই সাতটি ড্রেজার দিয়েই চলছিল। শেখ হাসিনা ক্ষমতায় আসার পর আমরা ৮০টি ড্রেজার কিনতে সক্ষম হয়েছি।’

স্বাস্থ্যখাতে উন্নয়নের তথ্য তুলে তিনি বলেন, ‘দেশের স্বাস্থ্যখাত আজ আর আগের মতো নেই। অনেক উন্নয়ন হয়েছে এবং হচ্ছে। স্বাস্থ্য সচেতনতাও মানুষের মধ্যে অনেকাংশে বেড়েছে। এ জন্য করোনায় বাংলাদেশে মৃত্যুর হার ইউরোপ-আমেরিকার চেয়ে কম।’

প্রতিমন্ত্রী বলেন, ‘দেশ এগিয়ে চলছে। প্রধানমন্ত্রীর কর্মকাণ্ড শুধু দেশে নয়; সমগ্র বিশ্বে প্রশংসিত হচ্ছে। উন্নয়নের ক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন বিশ্বে রোল মডেল।’

বিজ্ঞাপন

দ্বীপবন্ধু মুস্তাফিজুর রহমান জেটি প্রসঙ্গে তিনি বলেন, ‘সন্দ্বীপবাসীর যাতায়াত এবং তাদের সুবিধার্থে ল্যান্ডিং স্টেশনে আরসিসি জেটি নির্মাণ করা হয়েছে। এর মাধ্যমে অর্থনৈতিক কর্মকাণ্ড আরও বৃদ্ধি পাবে। সন্দ্বীপে বিশেষ অর্থনৈতিক অঞ্চল করার পরিকল্পনা সরকারের আছে। সেটি বাস্তবায়িত হলে সন্দ্বীপবাসীর সব দাবি পূরণ হবে। এখানে বিদেশি বিনিয়োগও আসবে।’

খালিদ মাহমুদ চৌধুরী আরও বলেন, ‘জিয়া-এরশাদ-খালেদা ২১ বছর দেশকে উল্টোপথে চালিয়েছেন, দেশের উন্নয়নে তাদের কোনো স্বপ্ন ছিল না। কিন্তু গত ১২ বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে সঠিকভাবে পরিচালিত করছেন। এভাবে চলতে থাকলে আগামী আট বছরে বাংলাদেশ বিশ্বের বুকে একটি উন্নত মানবিক দেশের মর্যাদা লাভ করবে।’

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতা, বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক, সন্দ্বীপ উপজেলা চেয়ারম্যান মো. শাহজাহান, ভাইস চেয়ারম্যান মাঈন উদ্দীন মিশন, সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বশির আহাম্মদ খান, পৌর মেয়র মোক্তাদের মাওলা সেলিম বক্তব্য রাখেন।

উল্লেখ্য, ৪৬ কোটি ৯২ লাখ টাকা ব্যয়ে নৌপরিবহন মন্ত্রণালয় স্থলভাগ থেকে বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা সন্দ্বীপে আরসিসি জেটি নির্মাণ করেছে। জেটিটি ১০ ফুট প্রশস্ত এবং দেড় কিলোমিটার দীর্ঘ।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তত্ত্বাবধানে এ প্রকল্প বাস্তবায়ন হয়েছে।

জেটি নির্মাণের ফলে সন্দ্বীপের মানুষ নৌযানে উঠতে কাদা-পানির নানা বিড়ম্বনা ও দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরডি/একে

খালিদ মাহমুদ জেটি টপ নিউজ নৌপরিবহন প্রতিমন্ত্রী সন্দ্বীপ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর