Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হংকংয়ের ৭০ ভাগ মানুষ চীনের ভ্যাকসিন চায় না

আন্তর্জাতিক ডেস্ক
২৯ জানুয়ারি ২০২১ ১৮:৪২

হংকং বিশ্ববিদ্যালয় পরিচালিত এক সমীক্ষা থেকে দেখা গেছে, শতকরা ৭০ শতাংশ হংকংয়ের অধিবাসী চীনের সিনোভ্যাক করোনা ভ্যাকসিন নিতে আগ্রহী নয়। খবর ডয়চে ভেলে।

এর আগে, হংকং সরকার খুব তাড়াতাড়িই পেতে চেয়েছিল চীনের সিনোভ্যাক ভ্যাকসিন। এখন তারা মত পরিবর্তন করে কিছুতা সময় নিতে চাচ্ছেন।

এদিকে, হংকংয়ের এক হাজার মানুষের কাছে কোভিড-১৯-এর কোন ভ্যাকসিনে বেশি আস্থা জানতে চেয়েছিল হংকং বিশ্ববিদ্যালয়। জবাবে, মাত্র ২৯ দশমিক মানুষ বলেছেন চীনের সিনোভ্যাকের কথা। হংকংবাসীর মাঝে যে জার্মানি এবং যুক্তরাজ্যের ভ্যাকসিনের প্রতি আকর্ষণ বা আস্থা প্রবল তা খুবই স্পষ্ট। সমীক্ষায় অংশ নেয়া ৫৬ ভাগ মানুষ বলেছেন ভ্যাকসিন নিলে যুক্তরাষ্ট্র-জার্মানির যৌথ উদ্যোগে উদ্ভাবিত ফাইজার-বায়োএনটেক ভ্যাকসিনই নিতে চান আর ৩৫ ভাগ জানিয়েছেন তারা চান অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন।

অবশ্য, হংকংয়ের বেশির ভাগ মানুষ ভ্যাকসিনই চান না। মাত্র ৪৬ ভাগ মানুষ মনে করেন যত তাড়াতাড়ি সম্ভব ভ্যাকসিন নেয়া জরুরি।

অন্যদিকে, ৭৫ লাখ ডোজ সিনোভ্যাক ভ্যাকসিনের অর্ডার দিয়েছিল হংকং। জানুয়ারিতেই ভ্যাকসিনগুলো চীন থেকে হংকংয়ে চলে আসার কথা। এখনো ভ্যাকসিন না পৌঁছানোর মূল কারণ হংকংয়ের সতর্কতা অবলম্বন। এখন সিনোভ্যাকের কার্যকারিতা সম্পর্কে আরো নিশ্চিন্ত হয়ে সিদ্ধান্ত নিতে চাচ্ছে তারা।

এ পর্যন্ত দুই কোটি ২৫ লাখ ডোজ ভ্যাকসিন পাওয়া নিশ্চিত করেছে হংকং সরকার। তার মধ্যে রয়েছে সিনোভ্যাক, বায়োএনটেক এবং অ্যাস্ট্রাজেনেকা মিলিয়েই দুই কোটি ২৫ লাখ। এর মধ্যে ফেব্রুয়ারির শুরুর দিকে, বায়োএনটেকের ভ্যাকসিন পৌঁছে যাওয়ার কথা।

বিজ্ঞাপন

সারাবাংলা/একেএম

করোনা ভ্যাকসিন চীন ফাইজার বায়োএনটেক হংকং

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর