Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাইজেরিয়ার কৃষকদের ক্ষতিপূরণ দিতে শেলকে আদালতের নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক
২৯ জানুয়ারি ২০২১ ১৮:৩৬ | আপডেট: ২৯ জানুয়ারি ২০২১ ১৮:৪৫

বহুজাতিক তেল কোম্পানি শেলকে নাইজেরিয়ান কৃষকদের ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন নেদারল্যান্ডসের হেগে অবস্থিত আন্তর্জাতিক আদালত। খবর আলজাজিরা।

শুক্রবার (২৯ জানুয়ারি) আন্তর্জাতিক আদালতের আপিল বিভাগ এই রায় দেন। কোম্পানির পাইলাইন ফুটো হয়ে ছড়িয়ে পড়া তেল পরিস্কার ও ক্ষতিপূরণের জন্য চারজন নাইজেরিয়ান কৃষক দীর্ঘদিন ধরে আইনি লড়াই চালিয়ে আসছিলেন।

নাইজেরিয়ার ডেল্টা এলাকায় তেল ছড়ালে মাটি ও পানি দূষিত হয়। এতে দেশটির স্থানীয় কয়েকজন কৃষক ও একটি পরিবেশবাদী সংগঠন এই মামলা করে। এই রায়ের ফলে এখন বহুজাতিক তেল কোম্পানিগুলোর বিরুদ্ধে অন্য মামলা করার পথও সুগম হলো।

এর আগে, ২০০৮ সালে কৃষকরা ও পরিবেশবাদী সংগঠন ফ্রেন্ডস অব দ্য আর্থ প্রথম এই মামলাটি দায়ের করেন। ওই অঞ্চলের মাটি ও পানি দূষণের কারণে চাষাবাদ করতে না পারার কারণে তারা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। যার জন্য শেল’র কাছে ক্ষতিপূরণ দাবি করেন কৃষকরা।

এই অঞ্চলটি নাইজেরিয়ার তেল কোম্পানিগুলোর মূল কেন্দ্রবিন্দু। ২০০৪ থেকে ২০০৭ সালের মধ্যেই এই তেল দূষণের ঘটনা ঘটে। তবে ওই অঞ্চলে পাইপলাইনের ফুটো দিয়ে তেল ছাড়ানোর সমস্যাটি এখনো রয়েছে।

সারাবাংলা/এনএস

আন্তর্জাতিক আদালত কৃষকদের ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ টপ নিউজ নাইজেরিয়া পানি দূষণ বহুজাতিক তেল কোম্পানি শেল মাটি দূষণ