নতুন ‘নোভাভ্যাক্স’ ৮৯% কার্যকর
২৯ জানুয়ারি ২০২১ ১৮:০৯ | আপডেট: ২৯ জানুয়ারি ২০২১ ১৯:২৭
যুক্তরাজ্যে বড় পরিসরের ট্রায়ালে ৮৯ দশমিক তিন শতাংশ কার্যকারিতা দেখিয়েছে নতুন একটি কোভিড-১৯ ভ্যাকসিন – নোভাভ্যাক্স। খবর বিবিসি।
শুধু তাই নয়, নোভাভ্যাক্স প্রথম প্রতিষেধক হিসেবে যুক্তরাজ্যে পাওয়া দ্রুত সংক্রমণক্ষম করোনার নতুন ধরনের বিরুদ্ধে সফল হয়েছে বলে জানিয়েছেন বিবিসির মেডিকেল এডিটর ফার্গুশ ওয়ালশ।
ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন নোভাভ্যাক্সের ট্রায়ালের ফলাফলকে ‘সুসংবাদ’ অ্যাখ্যা দিয়ে বলেছেন, যুক্তরাজ্যের নিয়ন্ত্রক সংস্থাগুলো এখন এ ভ্যাকসিনটি কার্যকারিতা খতিয়ে দেখবে। দেশটি এরই মধ্যে নোভাভ্যাক্সের ছয় কোটি ডোজ ক্রয়াদেশ দিয়ে রেখেছে বলে জানিয়েছে বিবিসি।
যুক্তরাজ্য সরকার জানিয়েছে, ওষুধ ও স্বাস্থ্যসেবা পণ্য নিয়ন্ত্রক কর্তৃপক্ষ (এমএইচআরএ) জরুরি ব্যবহারের অনুমতি দিলে এ বছরের দ্বিতীয় ভাগে ডোজগুলো পাওয়া যাবে। দেশটি এখন পর্যন্ত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, ফাইজার-বায়োএনটেক ও মডার্নার তিনটি কোভিড-১৯ ভ্যাকসিন জরুরি ব্যবহারে অনুমতি দিয়েছে।
এ ব্যাপারে নোভাভ্যাক্স জানিয়েছে, তাদের ভ্যাকসিনের তৃতীয় পর্যায়ের ক্লিনিকাল ট্রায়ালের যুক্তরাজ্য পর্বে ৮৯ দশমিক তিন শতাংশ কার্যকারিতা পাওয়া গেছে। এ ট্রায়ালে ১৮ থেকে ৮৪ বছর বয়সের ১৫ হাজারের বেশি মানুষ অংশ নিয়েছে। এদের ২৭ শতাংশেরই বয়স ৬৫’র বেশি। ট্রায়ালের দক্ষিণ আফ্রিকা পর্বে এইচআইভি নেই এমন ব্যক্তিদের ক্ষেত্রে ভ্যাকসিনটি ৬০ শতাংশ কার্যকারিতা দেখিয়েছে।
নোভাভ্যাক্সের প্রধান নির্বাহী স্টান এর্ক যুক্তরাজ্যে ট্রায়ালের ফলকে ‘দুর্দান্ত’ অ্যাখ্যা দিয়ে বলেছেন, তারা এমনটাই প্রত্যাশা করছিলেন।
পাশাপাশি, দক্ষিণ আফ্রিকা ট্রায়ালে পাওয়া কার্যকারিতাকে ‘সাধারণ মানুষের প্রত্যাশার চেয়েও ভালো’ বলে অভিহিত করেছেন তিনি। এ পর্বের ট্রায়ালে ভ্যাকসিনটিকে দেশটিতে পাওয়া করোনাভাইরাসের অন্য ধরনের বিরুদ্ধে লড়তে হয়েছিল।
স্টান এর্ক বলছেন, ইংল্যান্ডের ডারহামের স্টকটোনে ভ্যাকসিনটির উৎপাদন কেন্দ্র মার্চ-এপ্রিলের মধ্যেই চালু হয়ে যাবে ততদিনে যুক্তরাজ্য ভ্যাকসিনটি জরুরি ব্যবহারে অনুমতি দেবে বলেও আশা তার।
নোভাভ্যাক্সের কার্যকারিতার খবর খুবই ইতিবাচক সংবাদ। যদি ওষুধ নিয়ন্ত্রক কর্তৃপক্ষের অনুমোদন পায় তাহলে নোভাভ্যাক্সের ভ্যাকসিনটি আমাদের টিকাদান কর্মসূচিকে আরও গতি দেবে এবং ভয়াবহ এই ভাইরাস মোকাবেলায় আমাদের ভাণ্ডারে আরেকটি অস্ত্র যুক্ত হবে – বলেছেন যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক।
মার্কিন ওষুধ নির্মাতা প্রতিষ্ঠান নোভাভ্যাক্সের এই টিকাটি ভারতের সিরাম ইনস্টিটিউটেও উৎপাদিত হওয়ার কথা রয়েছে। এ নিয়ে ২০২০ সালের আগস্টে দুইপক্ষের মধ্যে একটি চুক্তিও হয়েছে।
সারাবাংলা/একেএম