Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১২০ বিঘা জমিতে প্রস্ফুটিত হবে বঙ্গবন্ধুর প্রতিকৃতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ জানুয়ারি ২০২১ ১৮:৫৩ | আপডেট: ২৯ জানুয়ারি ২০২১ ১৮:৫৬

বগুড়া: মুজিব জন্মশতবর্ষে জাতির পিতাকে স্মরণীয় ও স্মৃতিতে অম্লান করার লক্ষে পৃথিবীর সর্ববৃহৎ ‘শস্যচিত্রে জাতির পিতা বঙ্গবন্ধু’ উপস্থাপন করে গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে স্থান করে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের বালেন্দা গ্রামের ১২০ বিঘা জমিতে ধান চাষের মাধ্যমে ফুটিয়ে তোলা হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি। ইতিহাসের অংশ হতে যাচ্ছে শেরপুরের বালেন্দা গ্রাম।

বিজ্ঞাপন

‘শস্যচিত্রে জাতির পিতা বঙ্গবন্ধু জাতীয় পরিষদ’ এর উদ্যোগে এবং ন্যাশনাল এগ্রি কেয়ারের সহযোগিতায় ব্যতিক্রমী এই কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে।

শুক্রবার (২৯ জানুয়ারি) দুপুরে শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের বালেন্দা গ্রামে ১২০বিঘা জমিতে দুই ধরনের ধানের চারা রোপণের মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। আয়োজকরা জানান, শস্যচিত্রে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ফুটিয়ে তুলতে কয়েক মাস আগ থেকে কাজ শুরু হয়েছে। এ প্রকল্প বাস্তবায়ন করতে দুই কোটি টাকার বেশি ব্যয় হবে।

বগুড়ার শেরপুরের বালেন্দা গ্রামের একত্রে ১২০বিঘা জমি কৃষকদের নিকট থেকে লিজ নেওয়া হয়েছে। এরপর সেখানে বিদেশ থেকে আমদানি করা বেগুনি ও সবুজ দুই ধরনের হাইব্রিড ধানের চারা উৎপাদন করা হয়েছে। শুক্রবার দুপুর ১২টার দিকে পরিকল্পনা মোতাবেক বিএনসিসির ক্যাডেটদের সহযোগিতায স্থানীয় কৃষকদের দিয়ে এসব চারা রোপণ করা হয়। যাতে পাখির চোখে (উঁচু থেকে) ৪০ একর জমিতে রোপণকৃত ধানের দৃশ্যে বঙ্গবন্ধুর প্রতিকৃতি ধরা পড়বে।

এ উপলক্ষে চারা রোপণ ও সমাবেশের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক এসএম কামাল, শস্যচিত্রে জাতির পিতা বঙ্গবন্ধু জাতীয় পরিষদের সভাপতি ও বাংলাদেশ কৃষকলীগের সভাপতি সমীর চন্দ্র এবং সদস্য সচিব কৃষিবিদ কেএসএম মোস্তাফিজুর রহমান, স্থানীয় সংসদ সদস্য হাবিবর রহমানসহ অন্যরা উপস্থিত ছিলেন।

আয়োজনের উদ্বোধন করেন, প্রকল্পের প্রধান পৃষ্ঠপোষক ‘শস্য চিত্রে জাতির পিতা বঙ্গবন্ধু জাতীয় পরিষদ’ ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম।

বিজ্ঞাপন

ন্যাশনাল এগ্রিকেয়ারের প্রজেক্ট ম্যানেজার সাইফুল ইসলাম জানান, জাতির জনকের জন্মশতবর্ষকে স্মরণীয় করে রাখতে বিশেষ জাতের ধানের চাষের মাধ্যমে জাতির পিতাকে স্মরণ করার উদ্দেশ্যেই এই কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। এতে করে আকাশ থেকে ভূমির দিকে তাকালে ধানের জমিতে জাতির পিতার প্রতিকৃতি ফুটে উঠবে।

বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু বলেন, ‘শস্যচিত্রে জাতির পিতা বঙ্গবন্ধু জাতীয় পরিষদের উদ্যোগে এ ধরনের ব্যতিক্রমী উদ্যোগ বগুড়ার শেরপুরে নেওয়ায় আমরা গর্বিত। ইতোমধ্যে এ নিয়ে এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে।’

সারাবাংলা/এমও

টপ নিউজ বঙ্গবন্ধুর প্রতিকৃতি শস্যচিত্রে জাতির পিতা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর