সীমানা দেয়াল ভেঙে প্রাণ গেল দুজনের
২৯ জানুয়ারি ২০২১ ১৭:৪৯
চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম নগরীর আগ্রাবাদে সড়কের পাশে একটি সীমানা দেয়াল ভেঙে দুজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও তিনজন।
শুক্রবার (২৯ জানুয়ারি) দুপুরে আগ্রাবাদ ঢেবারপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।
নিহতরা হলেন মো. শরীয়তউল্লাহ (৬০) ও আল আমীন (৩০)। আহতদের মধ্যে রাকিব (২৩) নামে একজনের পরিচয় পাওয়া গেছে।
ফায়ার সার্ভিসের চট্টগ্রামের উপ-সহকারী পরিচালক (ডিএডি) নিউটন দাশ সারাবাংলাকে জানান, দুপুরে জুমার নামাজ শেষে মুসল্লিরা সড়ক ধরে হেঁটে যাচ্ছিলেন। এ সময় সীমানা দেয়ালটি ভেঙে পড়ে। ঘটনাস্থলেই শরীয়তউল্লাহ মারা যান। ফায়ার সার্ভিসের টিম গিয়ে শরীয়ত উল্লাহর লাশ উদ্ধার করে।
আহত চারজনের মধ্যে আল আমীনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এবং তিনজনকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়িতে দায়িত্বরত নায়েক আমির হোসেন সারাবাংলাকে জানান, আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর আল আমীনকে ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছিল। বিকেলে তিনি মারা গেছেন।
স্থানীয়রা জানান, নিহত শরীয়ত উল্লাহর বাড়ি নোয়াখালীর বসুরহাটে। আল আমীন ও শরীয়ত উল্লাহ- উভয়ই থাকতেন নগরীর আগ্রাবাদ ঢেবারপাড়ে। আল আমীন ভেঙে পড়া সীমানা প্রাচীর সংলগ্ন সড়কের পাশে বসে মাস্ক বিক্রি করতেন।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা নিউটন দাশ জানান, ভেঙে পড়া সীমানা প্রাচীরের আওতাধীন জায়গায় ভবন নির্মাণের কাজ শুরু হয়েছিল। স্কেভেটর দিয়ে বালি সরানোর কারণে প্রাচীরের ভিত দুর্বল হয়ে পড়ায় সেটি ভেঙে পড়ে।
জায়গাটি সরকারি সম্পত্তি। স্থানীয়দের কেউ কেউ এর মালিক রেলওয়ে কর্তৃপক্ষ বলে জানিয়েছে। আবার কেউ কেউ জানিয়েছেন, সেটি চট্টগ্রাম বন্দরের জায়গা। এ বিষয়ে সুনির্দিষ্ট বক্তব্য পাওয়া যায়নি।
সারাবাংলা/আরডি/একে