শেবাচিম হাসপাতাল করোনা রোগীশূন্য
২৯ জানুয়ারি ২০২১ ১১:৪৪ | আপডেট: ২৯ জানুয়ারি ২০২১ ১১:৪৭
বরিশাল: শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনা ইউনিট বর্তমানে রোগীশূন্য। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) বিকেলে ওই ওয়ার্ডের সর্বশেষ করোনা রোগী পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার খালেদা বেগম সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন।
হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. এসএম মরিুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত এক সপ্তাহে করোনায় আক্রান্ত নতুন কোনো রোগী এখানে ভর্তি হননি। সর্বশেষ করোনা রোগী খালেদা বেগম সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে চলতি সপ্তাহে নমুনা পরীক্ষা করে হাতেগোনা কয়েকজনকে করোনা পজিটিভ পাওয়া গেছে।’
এর আগে ২০২০ সালের ১৭ মার্চ শেবাচিম হাসপাতালে করোনা ওয়ার্ডের কার্যক্রম শুরু হলেও প্রথম রোগী ভর্তি হন ৮ এপ্রিল। এ ওয়ার্ডে রোগী মারা গেছেন ১৩৬ জন, সুস্থ হয়েছেন ৮১৭ জন। মৃত ১৩৬ জনের মধ্যে পুরুষ ১০৬ জন ও নারী ৩০ জন। তাদের মধ্যে ০ থেকে ১০ বছর বয়সী ১ জন, ১১ থেকে ২০ বছর বয়সী ২ জন, ২১ থেকে ৩০ বছর বয়সী ৩ জন, ৩১ থেকে ৪০ বছর বয়সী ৫ জন, ৪১ থেকে ৫০ বছর বয়সী ২১ জন, ৫১ থেকে ৬০ বছর বয়সী ৩০ জন, ৬১ থেকে ৭০ বছর বয়সী ৪৮ জন, ৭১ থেকে ৮০ বছর বয়সী ২০ জন এবং ৮০ বছরের বেশি বয়সী ৬ জন।
সারাবাংলা/এসএসএ