‘দেশের মানুষ নির্বাচন নিয়ে অনীহা প্রকাশ করেছে‘
২৯ জানুয়ারি ২০২১ ০০:৫১
ঢাকা: দেশের মানুষ নির্বাচন নিয়ে অনীহা প্রকাশ করছে বলে মন্তব্য করছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের (জি এম কাদের)।
তিনি বলেন, দেশের মানুষ এখন আর নির্বাচনে ভোট দিতে যায় না। ক্ষমতা গ্রহণের মাধ্যমে মানুষের সেবা করতেই রাজনৈতিক দলগুলোর রাজনীতি। আর ক্ষমতা গ্রহণের একমাত্র পথ হচ্ছে নির্বাচন। কিন্তু এখন শুধু একটি দলই নির্বাচনে জয়লাভ করছে। তাই অন্যান্য দলগুলোর রাজনীতিতে টিকে থাকাই দুরূহ হয়ে পড়ছে।
বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) বনানীতে জাতীয় পার্টি চেয়ারম্যানের কার্যালয় মিলনায়তনে গাজীপুর জেলা জাতীয় পার্টি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
এসময় নির্বাচন নিয়ে জাতীয় পার্টির অবস্থান তুলে ধরে জি এম কাদের বলেন, ফলাফল যাই হোক, জাতীয় পার্টি প্রতিটি নির্বাচনে অংশ নেবে। নির্বাচনে চ্যালেঞ্জ ছাড়া কাউকে ছেড়ে দেওয়া হবে না। শেষ মুহূর্ত পর্যন্ত নির্বাচনের মাঠে থাকবে জাতীয় পার্টি। যারা নির্বাচনে দলীয় প্রার্থীর বিপক্ষে কাজ করবে, তাদের জাতীয় পার্টি থেকে বহিষ্কার করা হবে।
জাপা চেয়ারম্যান আরও বলেন, ১৯৯০ সালের পর আওয়ামী লীগ ও বিএনপি সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠার নামে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেছে। সংখ্যাগরিষ্ঠতা নিয়ে একটি দল সরকার গঠন করে সেই দলের প্রধান সংসদ ও সরকারপ্রধান হন। সংবিধানের ৭০ ধারার কারণে প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের বাইরে সরকার দলীয় সদস্যরা সংসদে ভোট দিতে পারে না। তাই প্রধানমন্ত্রী যা চান, তাই পাস হয়। তিনি যা চান না তা পাস হয় না।
দেশের সবাইকে বিনামূল্যে করোনাভাইরাসের ভ্যাকসিন দেওয়ার দাবি জানান জি এম কাদের। তিনি বলেন, শুরু থেকেই জাতীয় পার্টি করোনা ভ্যাকসিন পরিবহন, সরবরাহ ও প্রয়োগের জন্য দক্ষ কর্মী বাহিনী তৈরিতে সরকারকে পরামর্শ দিয়েছে। কিন্তু এখন পর্যন্ত ভ্যাকসিন নিয়ে সরকারের নীতিমালা সাধারণ মানুষের কাছে পরিষ্কার নয়।
অনুষ্ঠানে জাপা মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেন, দেশের নির্বাচনি ব্যবস্থা ভেঙে চুরমার হয়ে গেছে। প্রতিকূল অবস্থার মধ্যেও জাতীয় পার্টি প্রতিটি নির্বাচনে অংশ নিয়ে ভোটারদের সামনে হুসেইন মুহম্মদ এরশাদের উন্নয়ন ও সুশাসনের চিত্র তুলে ধরা হবে।
অনুষ্ঠানে গাজীপুর জেলার শ্রীপুর পৌরসভার নবনির্বাচিত কাউন্সিলর কামরুজ্জামান মন্ডল জাতীয় পার্টি চেয়ারম্যান ও মহাসচিবকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
অনুষ্ঠানে দলের প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভরায়, মীর আব্দুস সবুর আসুদ, আজম খান, অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া, চেয়ারম্যানের উপদেষ্টা প্রফেসর ড. গোলাম মোস্তফাসহ কেন্দ্রীয় ও গাজীপুর কমিটির নেতারা উপস্থিত ছিলেন।
সারাবাংলা/এএইচএইচ/টিআর