Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশবাসীকে ভ্যাকসিন নেয়ার অনুরোধ জানালেন স্বাস্থ্যমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট
২৯ জানুয়ারি ২০২১ ০০:৪৯

ঢাকা: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, যারা ভ্যাকসিন নিবেন তারা সবাই সুরক্ষা অ্যাপের মাধ্যমে নিবন্ধন করবেন। নিবন্ধন করতে না পারলে ভ্যাকসিন প্রয়োগ করার জন্য নির্ধারিত বুথে এসে সরাসরি নিবন্ধন করে ভ্যাকসিন নিতে পারবেন। দেশবাসীর কাছে আমার অনুরোধ ভ্যাকসিন নিন, সুস্থ থাকুন।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) সকাল ১১টায় দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) স্থাপিত টিকাদান বুথ পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। এদিন তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের ভ্যাকসিন প্রদান কার্যক্রমও পরিদর্শন করেন।

বিজ্ঞাপন

জাহিদ মালেক বলেন, দেশে করোনা নিয়ে সব ধরনের গুজব মিথ্যা প্রমাণিত হয়েছে। মানুষ স্বতঃস্ফূর্তভাবে করোনার ভ্যাকসিন নিতে আগ্রহ দেখাচ্ছেন। একটা আনন্দঘন পরিবেশে ভ্যাকসিন দেওয়া কার্যক্রম শুরু হয়েছে। অনেকেই ভ্যাকসিন নিয়েছেন, অনেকেই এসেছেন। যে পরিবেশ, মনে হল যে ঈদের ভাব। যেভাবে ঈদ হয়, সেরকম আনন্দমুখর পরিবেশে টিকা নেওয়া হচ্ছে। সব জল্পনা-কল্পনার অবসান হয়েছে।

তিনি বলেন, এখন পর্যন্ত যারা ভ্যাকসিন নিয়েছেন তারা সুস্থ স্বাভাবিক রয়েছেন। কারো শরীরেই কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি। যে পাঁচটি হাসপাতালে এই ভ্যাকসিন দেওয়া হচ্ছে, পাশেই পার্শ্বপ্রতিক্রিয়া পর্যবেক্ষণের জন্য বুথ স্থাপন করা হয়েছে। ভ্যাকসিন নেয়ার পর অন্তত ৩০ মিনিট সেখানে অবস্থান করতে হচ্ছে।ভ্যাকসিন নিয়ে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিলে তাৎক্ষণিকভাবে চিকিৎসার ব্যবস্থা রয়েছে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, আমরা যে ভ্যাকসিন দিচ্ছি এটি খুব ভালো। বিভিন্ন দেশে যে ভ্যাকসিন তৈরি হয়েছে তার থেকে আমাদের এটার মান ভালো। এই ভ্যাকসিন অক্সফোর্ডের তৈরি যা অন্যান্য দেশের তুলনায় নিরাপদ।

সারাবাংলা/এসবি

বিএসএমএমইউ ভ্যাকসিন স্বাস্থ্য ও পরিবারকল্যান মন্ত্রী জাহিদ মালেক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর