Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পটিয়ার শীতার্ত মানুষের পাশে এমআরসি

সারাবাংলা ডেস্ক
২৯ জানুয়ারি ২০২১ ০০:৪৭

ঢাকা: পটিয়ার শীতার্ত দরিদ্র জনগোষ্ঠীর পাশে দাঁড়িয়েছে মুসলিম রিসার্চ সেন্টার (এমআরসি)। মাঘের হাড় কাঁপানো শীতের মধ্যে চট্টগ্রামের পটিয়া উপজেলার অসহায় দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করে ইসলামিক শিক্ষা-গবেষণা ও মানবসেবামূলক প্রতিষ্ঠান এমআরসি।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) আয়োজিত ওই কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচুয়াই ইউনিয়নের চেয়ারম্যান এস এম ইনজামুল হক এবং বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী।

বিজ্ঞাপন

এছাড়াও স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ নূর মঞ্জু, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক বোরহানউদ্দিন, যুবলীগ নেতা গোলাম কাদের, মোহাম্মদ ফোরকানসহ আরও অনেকেই।

এ সময় কচুয়াই ইউনিয়নের চেয়ারম্যান বলেন, মাঘের শুরুতে হঠাৎ জেঁকে বসা হাড় কাঁপানো শীতের মধ্যে মুসলিম রিসার্চ সেন্টার যেভাবে অসহায় মানুষের পাশে এগিয়ে এসেছে তা সকলের জন্য অনুকরণীয়।

পাশাপাশি, এই উদ্যোগ গ্রহণের জন্য বরেণ্য সাংবাদিক অশোক চৌধুরী এবং এমআরসি’র কর্ণধার মুহাম্মদ রশিদ আল মাজিদ খান সিদ্দিকী মামুনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি।

এমআরসি’র কম্বল বিতরণ কার্যক্রমকে সাধুবাদ জানিয়ে চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী বলেন, শীতের শুরু থেকে দেশের বিভিন্ন এলাকার অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করে আসছে এমআরসি। অত্যাধিক শীতপ্রবণ উত্তরাঞ্চল এবং পাহাড়ি জেলাগুলোতে গরম কাপড় বিতরণের মধ্য দিয়ে নিজেদের শীতবস্ত্র বিতরণ কার্যক্রম শুরু করে প্রতিষ্ঠানটি।

বিজ্ঞাপন

এটি ধারাবাহিকভাবে দেশের সুবিধাবঞ্চিত মানুষদের নিজ সামর্থ্যর মধ্যে সহযোগিতার প্রতিশ্রুতি দেয়। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান, অনুদান পেতে এমআরসি’র নিজস্ব ওয়েবসাইট www.muslimresearchcentre.com এবং সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে আবেদন করতে পারবেন।

প্রসঙ্গত, কোরআন ও হাদিসের ওপর উন্নত গবেষণা, ইসলামী প্রতিষ্ঠানের উন্নয়ন এবং বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এ বছর আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে মুসলিম রিসার্চ সেন্টার (এমআরসি)। প্রতিষ্ঠার পর থেকেই নিজস্ব ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে সবার কাছে ইসলাম সম্পর্কিত দরকারী তথ্য সরবরাহ করে আসছে প্রতিষ্ঠানটি।

চলমান করোনা মহামারির মধ্যে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশাপাশি বিপদগ্রস্ত শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে এমআরসি। তার মধ্যে বৃত্তি প্রদান থেকে শুরু করে ক্ষতিগ্রস্ত পুরাতন মসজিদ ও এতিমখানা সংস্কার, সঠিক নিয়মে কোরআন শিক্ষা, মৃতদেহ দাফন ও ইসলামী পরামর্শ প্রদানসহ নানামুখী সমাজ উন্নয়নমূলক কাজ রয়েছে।

সারাবাংলা/একেএম

চট্টগ্রাম পটিয়া মুসলিম রিসার্চ সেন্টার (এমআরসি)

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

আরো

সম্পর্কিত খবর