Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সন্দেহভাজন লোকদের ‘নজরে’ সাংবাদিক কাজী সোহাগ, ডিআরইউ’র উদ্বেগ

স্পেশাল করেসপন্ডেন্ট
২৮ জানুয়ারি ২০২১ ২২:৩৫

ঢাকা: ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) সাবেক প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক এবং দৈনিক মানবজমিনের সিনিয়র রিপোর্টার কাজী মুহা. আফিফুজ্জামানের (কাজী সোহাগ) গতিপথ অনুসরণ ও তার বাসস্থানের আশপাশে অজ্ঞাতনামা ব্যক্তিদের ঘোরাফেরার ঘটনায় উদ্বেগ জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি।

এ বিষয়ে কাজী সোহাগ রাজধানীর শেরেবাংলা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন। যার নং-১৮৩৮, তারিখ: ২৭/০১/২০২১ইং।

বিজ্ঞাপন

সংগঠনের কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি মুরসালিন নোমানী ও সাধারণ সম্পাদক মসিউর রহমান খান বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) এক বিবৃতিতে ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

ঘটনার বিবরণ দিয়ে কাজী সোহাগ বলেন, ‘সম্প্রতি পত্রিকায় একটি বিশেষ প্রতিবেদন লেখার পর থেকে প্রায়ই আমাকে অজ্ঞাত ব্যক্তি চলার পথ অনুসরণ করছে। এমনকি আমার বাসার আশেপাশে অজ্ঞাত ব্যক্তিদের সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখি। এতে আমি আমার জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। বিষয়টি নিয়ে আমার পরিবার ও সহকর্মীরা উদ্বিগ্ন।’

সারাবাংলা/এএইচএইচ/একে

ডিআরইউ সাংবাদিক কাজী সোহাগ