Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৩৮তম বিসিএস থেকে ২ হাজার ১২৯ জনের গেজেট

স্টাফ করেসপন্ডেন্ট
২৮ জানুয়ারি ২০২১ ২১:৩৯

ঢাকা: ৩৮তম বিসিএস থেকে ২ হাজার ১২৯ জনকে কাজে যোগ দিতে গেজেট প্রকাশ করা হয়েছে। মৌখিক পরীক্ষার পর পিএসসির সুপারিশ করা তালিকা থেকে বাদ পড়েছেন ৭৫ জন।

বুধবার (২৮ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে (www.mopa.gov.bd) এই গেজেট প্রকাশ করা হয়েছে।

৩৮তম বিসিএসে আবেদন করেছিলেন ৩ লাখ ৮৯ হাজার ৪৬৮ জন প্রার্থী।

২০১৮ সালের ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় ৩৮তম বিসিএসের লিখিত পরীক্ষা। এতে ১৬ হাজার ২৮৬ জন উত্তীর্ণ হন। এর আগের বছরের ২৯ ডিসেম্বর এর প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অংশ নিতে ৩ লাখ ৮৯ হাজার ৪৬৮ জন প্রার্থী আবেদন করেছিলেন।

এ বিসিএসের মাধ্যমে প্রথমে জনপ্রশাসনে ২ হাজার ২৪ জন ক্যাডার কর্মকর্তা নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। এর মধ্যে প্রশাসন ক্যাডারের ৩০০, পুলিশ ক্যাডারের ১০০টি পদসহ ৩৮তম বিসিএসে সাধারণ ক্যাডারে মোট ৫২০টি, কারিগরি ও পেশাগত ক্যাডারে ৫৪৯টি এবং শিক্ষা ক্যাডারে শূন্য পদ দেখানো হয়েছিল ৯৫৫টি। পরে গেজেটের সময় আরও ১০৫ জনকে বেশি নিয়োগ দেওয়া হয়েছে।

সারাবাংলা/টিএস/একে

গেজেট টপ নিউজ বিসিএস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর