Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘জোর করে পরাজিত করে আমাকে দমানো যাবে না’

স্পেশাল করেসপন্ডেন্ট
২৮ জানুয়ারি ২০২১ ২১:১৪

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচনে পরাজিত বিএনপির মেয়র প্রার্থী শাহাদাত হোসেন বলেছেন, নির্বাচনে জোর করে পরাজিত করে আমাকে দমানো যাবে না।

ভোটের পরদিন বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে শাহাদাত হোসেন চট্টগ্রামবাসী, গণমাধ্যম কর্মী এবং দলীয় নেতাকর্মীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

বুধবার অনুষ্ঠিত চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচনে শাহাদাত হোসেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরীর কাছে প্রায় তিন লাখ ভোটের ব্যবধানে হেরেছেন। নৌকা প্রতীকের মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী পেয়েছেন ৩ লাখ ৬৯ হাজার ২৪৮ ভোট। আর ধানের শীষ প্রতীকের শাহাদাত হোসেন পেয়েছেন ৫২ হাজার ৪৮৯ ভোট।

নির্বাচন পরবর্তী বিবৃতিতে শাহাদাত হোসেন বলেন, ‘আমি দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, তৃণমূল থেকে উঠে আজকের এ অবস্থানে আমি এসেছি। আমার সঙ্গে চট্টগ্রামের জনগণের নাড়ির সম্পর্ক। মামলা-হামলা, নির্যাতন, নির্বাচনে জোর করে পরাজিত করে আমাকে দমানো যাবে না। জনগণের অধিকারের প্রশ্নে, গণতন্ত্রের লড়াইয়ে আমি বিন্দুমাত্র আপস করব না। দেশে গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠায় আমি লড়াই-সংগ্রাম চালিয়ে যাব। দলীয় নেতাকর্মী ও চট্টগ্রামবাসীর সুখে দুঃখে অতীতের ন্যায় আগামীতেও পাশে থাকবো।’

নিজ দলের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘নেতাকর্মীরা অক্লান্ত পরিশ্রম করে আমাকে যে সাহস ও শক্তি যুগিয়েছে, তাতে আমি নির্বাচনের মাঠে শেষপর্যন্ত লড়ে যাবার অনুপ্রেরণা পেয়েছি।’

গণমাধ্যমের প্রসঙ্গ উল্লেখ করে শাহাদাত বলেন, ‘আওয়ামী লীগের মন্ত্রী-এমপি-নেতারা ও আইনশৃঙ্খলা বাহিনী মিলে যে ভোট ডাকাতির পাতানো নির্বাচন সম্পন্ন করেছে, সেটা শত সীমাবদ্ধতা স্বত্ত্বেও মিডিয়ার কারণেই দেশ-বিদেশের মানুষের কাছে পরিস্কার হয়েছে। সবাই দেখেছে, নির্বাচনের নামে বুধবার চট্টগ্রামে কী হয়েছে!’

বিজ্ঞাপন

শাহাদাতের দাবি- ভোটাররা ভোটকেন্দ্রে যেতে পারলেই তিনি বিজয়ী হতেন।

এদিকে বৃহস্পতিবার চসিক নির্বাচনের সময় সংঘাতে আহত বিএনপির নেতাকর্মীদের দেখতে নগরীর বিভিন্ন হাসপাতালে যান শাহাদাত হোসেন। এর পাশপাশি বিএনপির যেসব নেতাকর্মীদের গ্রেফতার করা হয়েছে, তাদের বিষয়ে আইনজীবীদের সঙ্গে কথা বলেন তিনি।

সারাবাংলা/আরডি/একে

চট্টগ্রাম সিটি নির্বাচন শাহাদাত হোসেন

বিজ্ঞাপন

ফর্মে ফিরেও বাবরের আক্ষেপ
৬ জানুয়ারি ২০২৫ ১২:২১

কুরস্কে ইউক্রেনের নতুন হামলা
৬ জানুয়ারি ২০২৫ ১১:৪৯

আরো

সম্পর্কিত খবর