‘২ ডলার ৩৩ সেন্টের ভ্যাকসিন ৪ ডলারে কিনেছে সরকার’
২৮ জানুয়ারি ২০২১ ১৯:৪৫ | আপডেট: ২৮ জানুয়ারি ২০২১ ২২:২৫
ঢাকা: করোনার ভ্যাকসিন নিয়ে সরকার দুর্নীতি করছে অভিযোগ তুলে বিএনপির মহাসচিব বলেছেন, ভ্যাকসিন নিয়ে দুর্নীতি শুরু হয়েছে। সরকার দুই ডলার ৩৩ সেন্টের ভ্যাকসিন চার ডলার দিয়ে কিনেছে। এখানেও মধ্যস্বত্ত্বভোগী তাদের নিজস্ব একজন।
বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ অভিযোগ করেন।
মির্জা ফখরুল বলেন, ‘এত বড় করোনা অতিমারী আমাদের আক্রমণ করেছে, সারাবিশ্বকে আক্রমণ করেছে। এটিকে মোকাবিলা করার জন্য তাদের (সরকার) ভূমিকা দেখেন। প্রতিটি ক্ষেত্রে তারা শুধু দুর্নীতি করার জন্য কাজ করেছে। দুর্নীতি এমনভাবে শুরু হয়েছে যে, এটা এখন ভঙ্গুর অবস্থায়।’
তিনি বলেন, ‘বর্তমান সরকারের হাতে স্বাস্থ্য খাত ধ্বংস হয়ে গেছে। সাধারণ মানুষ কোনো স্বাস্থ্য সেবা পায় না। সাধারণ মানুষের যে সাংবিধানিক অধিকার রয়েছে স্বাস্থ্য সেবা পাওয়ার, সেটা তারা পাচ্ছে না। তাদের একমাত্র লক্ষ্য হচ্ছে- দুর্নীতি। কি করে জনগণের পকেট থেকে টাকা বের করে নিয়ে নিজেদের পকেট ভরবে— সবসময় সেই চিন্তা। ফলে কী হয়েছে? দুটি শ্রেণি হয়েছে। একটি দরিদ্র্য শ্রেণি, আরেকটা বিত্তশ্রেণি। বড় লোক শুধু বড়ই হয়েছে। আর গরিবেরা শুধু গরিবই হয়েছে।’
সাতক্ষীরার সাবেক সংসদ সদস্য দলের শিক্ষাবিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিবসহ ৩৫ নেতাকর্মীকে গ্রেফতারের নিন্দা জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘সরকার উদ্দেশ্যমূলকভাবে সমস্ত গণতান্ত্রিক শক্তিকে বিনষ্ট করতে চায়, গণতন্ত্রের যারা নেতাকর্মী তাদের ধবংস করতে চায়। ফলে আমাদের বিরুদ্ধে লাখ লাখ মামলা, দলের ৩৫ লাখ নেতাকর্মী আসামি।’
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক সিরাজউদ্দিন আহমেদের সভাপতিত্বে ও ডা. মাহমুদুর রহমান নোমানের পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক আব্দুল কুদ্দুস, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, ড্যাব নেতা অধ্যাপক সাইফুল ইসলাম প্রমুখ।
সারাবাংলা/এজেড/পিটিএম
২ ডলার ৩৩ সেন্ট চার ডলার টপ নিউজ বিএনপি মহাসচিব ভ্যাকসিন মির্জা ফখরুল ইসলাম আলমগীর