Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনার উৎস অনুসন্ধান: উহানে কাজ শুরু করেছে তদন্তকারী দল

আন্তর্জাতিক ডেস্ক
২৮ জানুয়ারি ২০২১ ১৮:১০

নভেল করোনাভাইরাসের উৎস অনুসন্ধানে চীনে পৌঁছানো বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তদন্তকারী দল ১৪ দিনের কোয়ারেনটাইন শেষে মাঠ পর্যায়ে কাজ শুরু করেছে। খবর বিবিসি।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) তদন্তকারী দলটি কোয়ারেনটাইন হোটেল ছেড়েছে বলে জানানো হয়েছে।

২০১৯ সালের শেষদিকে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকেই প্রাণঘাতী এই ভাইরাসের প্রথম অস্তিত্বের কথা জানা যায়।

এদিকে, তদন্তকারী দলের চীনে প্রবেশাধিকার নিয়ে উদ্বেগ এবং চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে কথার লড়াইয়ের কারণে ডব্লিউএইচও’র নেতৃত্বাধীন এ দলের মিশন শুরু করতে এমনিতেই বেশ দেরি হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

ওয়াশিংটন অনেকদিন ধরেই বেইজিংয়ের বিরুদ্ধে করোনার প্রাথমিক প্রাদুর্ভাবের তীব্রতা লুকিয়ে রাখার অভিযোগ তুলে আসছে। চীনা বিশেষজ্ঞদের হাতেই প্রথম দফার গবেষণা হতে হবে, তদন্তকারী দলের ওপর বেইজিং আরোপিত এমন শর্ত নিয়েও আপত্তি রয়েছে তাদের।

এ ব্যাপারে হোটেল কক্ষের ডেস্ক ও ব্যায়ামের সরঞ্জামের ছবি দিয়ে এক টুইটার বার্তায় তদন্তকারী দলের সদস্য পিটার দাসজাক জানিয়েছেন, ডব্লিউএইচও মিশনের দল এবং চীনা কর্মকর্তাদের নিয়ে পরবর্তী পর্যায়ের কাজ শুরু হচ্ছে।

অন্যদিকে, কোয়ারেনটাইনে থাকা অবস্থায় তদন্তকারী দলের সদস্যরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে কাজ করেছেন। দলটির নেতৃত্বে রয়েছেন ডব্লিউএইচও’র শীর্ষ বিশেষজ্ঞ পিটার বেন এমবারেক। তদন্তকারী দলটি আরও অন্তত দুই সপ্তাহ চীনে থাকবে বলে ধারণা করা হচ্ছে। এখনই তদন্ত নিয়ে ব্যাপক আশাবাদী না হওয়ার অনুরোধও জানিয়েছেন তারা।

এ প্রসঙ্গে ডব্লিউএইচও’র জরুরি পরিস্থিতিতে সাড়াদান বিভাগের প্রধান মাইক রায়ান বলেছেন, জবাব মিলবেই এর কোনো নিশ্চয়তা নেই। উৎস সম্বন্ধে নিশ্চিত হওয়া খুবই কঠিন কাজ।

বিজ্ঞাপন

অপরদিকে, তদন্তকারী এ দলটির উহানে পৌঁছানোর কথা ছিল জানুয়ারির প্রথম দিকে। সদস্যদের চীনে পৌঁছাতে দেরি হওয়ায় ডব্লিউএইচও প্রধান জনসম্মুখে বেইজিংয়ের সমালোচনা করেছিলেন।

যদিও, যুক্তরাষ্ট্রের সদ্য বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মহামারির শুরুর দিকে ডব্লিউএইচও’কে চীনঘেঁষা বলে অভিহিত করেছিলেন।

পাশাপাশি, উহানে আবির্ভূত হওয়ার আগে প্রাণঘাতী এই ভাইরাসটি অন্য দেশ থেকে এসেছে – বেইজিং এমন ভাষ্য প্রতিষ্ঠার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম আমদানি করা হিমায়িত খাবারের প্যাকেটে ভাইরাসটির উপস্থিতি পাওয়া গেছে বলে দাবি করছে। ভাইরাসটি ২০১৯ সালে ইউরোপজুড়ে ছড়িয়েছিল বলে বেশকিছু বৈজ্ঞানিক গবেষণাপত্রও বলছে।

এ ব্যাপারে ২০১৯ সালের জুলাইয়ে মেরিল্যান্ডের ফোর্ট ডেট্রিকে হুট করে বন্ধ করে দেওয়া মার্কিন সামরিক গবেষণাগারের সঙ্গে কোভিড-১৯ প্রাদুর্ভাবের সম্পর্ক থাকতে পারে বলে বেশ কয়েকবার ইঙ্গিত দিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়।

সারাবাংলা/একেএম

উহান করোনার উৎস অনুসন্ধান কোভিড-১৯ টপ নিউজ ডোনাল্ড ট্রাম্প নভেল করোনাভাইরাস বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর