খুবির ২ শিক্ষার্থীর সাজা মওকুফ, প্রধান ফটকে প্রতিবাদ সমাবেশ
২৮ জানুয়ারি ২০২১ ১৮:০৫ | আপডেট: ২৮ জানুয়ারি ২০২১ ১৮:২৮
খুবি: দু’জন শিক্ষকের সঙ্গে অসদাচরণ ও তদন্তে অসহযোগিতার অভিযোগে বহিষ্কৃত খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) দুই শিক্ষার্থীর সাজা বিশেষ বিবেচনায় মওকুফ করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক ও শৃঙ্খলা বোর্ডের সদস্য সচিব প্রফেসর মো. শরীফ হাসান লিমন স্বাক্ষরিত সাজা মওকুফের চিঠি শিক্ষার্থীদের কাছে দেওয়া হয়।
এদিকে, শিক্ষার্থীরা দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে শিক্ষকদের বহিষ্কার ও অপসারণ করার বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ করেছেন। এসময় তারা শিক্ষার্থীদের সাজা মওকুফ না করে নিঃশর্ত প্রত্যাহারের দাবি জানান।
প্রতিবাদ সমাবেশে শিক্ষার্থীরা জানান, তারা চেয়েছিলেন বহিষ্কারাদেশ প্রত্যাহার, কিন্তু প্রশাসন বিশেষ বিবেচনায় সাজা মওকুফ করে তাদের সঙ্গে প্রহসন করেছে।
এছাড়া বাংলা ডিসিপ্লিনের শিক্ষক আবুল ফজলকে বহিষ্কার ও একই ডিসিপ্লিনের শাকিলা আলম এবং ইতিহাস ও সভ্যতা ডিসিপ্লিনের হৈমন্তি শুক্লা কাবেরীকে অপসারণের প্রতিবাদ জানিয়ে তারা বলেন, ‘আমাদের ন্যায্য দাবি আদায়ের আন্দোলনে সমর্থন করার জন্য আমাদের অভিভাবক তুল্য তিন শিক্ষকের উপর খড়গ নেমে এসেছে। তাদের এই শাস্তি ইঙ্গিত দেয় পরবর্তীতে কেউ শিক্ষার্থীদের পাশে দাঁড়ালে তাদেরও বরখাস্ত করা হবে।’
এসময় আরও বক্তব্য রাখেন, এনভারমেন্টাল সায়েন্স ডিসিপ্লিনের অধ্যাপক ড. আব্দুলাহ হারুন চৌধুরী, এনভায়রনমেন্টাল সায়েন্স ডিসিপ্লিনের অধ্যাপক ড. দিলীপ কুমার দত্ত, অর্থনীতি ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক ফিরোজ আহমেদ এবং বাংলাদেশ মেডিকেল অ্যাসোশিয়েশন খুলনা জেলা শাখার সভাপতি ডা. বাহারুল আলমের লিখিত বক্তব্য পাঠ করে শোনান ইংরেজি ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক মো. নূরুজ্জামান।
শিক্ষার্থীদের দাবির বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক প্রফেসর মো. শরীফ হাসান লিমন বলেন, ‘শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে শৃঙ্খলা বোর্ডে তাদের সাজা মওকুফের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিধি বিধান অনুযায়ী দাফতরিক ভাষায় চিঠিটি লেখা হয়েছে।’
সারাবাংলা/এমও