নোয়াখালীর কিছু বিশৃঙ্খল ঘটনায় আমরা লজ্জিত: ওবায়দুল কাদের
২৮ জানুয়ারি ২০২১ ১৭:৩১ | আপডেট: ২৮ জানুয়ারি ২০২১ ১৯:৩২
লক্ষ্মীপুর: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘নোয়াখালীর কিছু বিশৃঙ্খল ঘটনায় আমরা লজ্জিত। দল করলে শৃঙ্খলা মানতে হবে, বিশৃঙ্খলতা ও খারাপ আচরণ সকল উন্নয়ন ম্লান করে দেয়। তাই দলে শৃঙ্খলতা ফেরাতে হবে।’
বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) দুপুর ১২টায় লক্ষ্মীপুরে বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সেতুমন্ত্রী।
আচরণগত দিক পাল্টে সামনের দিকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘অন্যায়, অপকর্ম ও বিশৃঙ্খলতাকারীদের কোনো ছাড় নয়। স্থানীয় প্রশাসনকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। শেখ হাসিনা ইতিমধ্যে এর নজির স্থাপন করেছেন। তাদের (বিশৃঙ্খলাকারী) দলে থাকার কোনো প্রয়োজন নেই।’
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আসুন স্বাধীনতার চেতনা ও মুক্তিযুদ্ধের মুল্যবোধকে ধারণ করে সাম্প্রদায়িকতামুক্ত একটি উদার গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করতে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করি। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলার অভিমুখে তিনি (শেখ হাসিনা) উন্নয়নের মহাসড়কে যে অভিযাত্রা শুরু করেছেন তার হাতকে শক্তিশালী করি। আমার বিশ্বাস তার সাহসী ও বলিষ্ঠ মানবিক নেতৃত্বে গড়ে উঠবে সমৃদ্ধ এক বাংলাদেশ।’
এসময় লক্ষ্মীপুর সড়ক বিভাগ কার্যালয়ে এসব উন্নয়ন প্রকল্পগুলোর নাম ফলক উম্মোচন করেন অতিথিরা। ভার্চুয়াল আলোচনায় আরও অংশ নেন সড়ক ও পরিবহন বিভাগের প্রধান প্রকৌশলী আব্দুস সবুর। এছাড়া সরাসরি উপস্থিত ছিলেন কুমিল্লা জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ শওকত আলী, স্থানীয় এমপি শাহাজান কামাল, জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোছাইন আকন্দ, অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল কবির, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুকসহ অন্যরা।
উদ্বোধন করা প্রকল্পগুলো হলো- লক্ষ্মীপুর সড়ক বিভাগাধীন বিভিন্ন সড়কে ৪৯ কোটি ১৮ লাখ টাকা ব্যয়ে ৪টি সেতু (মান্দারী সেতু, দিঘলী সেতু, তেরবেকী সেতু, মন্ডলতলী সেতু), ১০০ কোটি টাকা ব্যয়ে বরিশাল-ভোলা-লক্ষ্মীপুর জাতীয় মহাসড়ক প্রশস্তকরণ, ৩৬৯ কোটি ৪২ লাখ টাকা ব্যয়ে লক্ষ্মীপুর শহর সংযোগ সড়ক ও লক্ষ্মীপুর-চর আলেকজান্ডার-সোনাপুর-মাইজদী (৩.৬৫ কিলোমিটার) সড়ক প্রশস্তকরণ প্রকল্প।
এসব প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে দক্ষিণ পশ্চিামাঞ্চলের আর্থসামাজিক উন্নয়ন ঘটবে বলে জানান সংশ্লিষ্টরা।
সারাবাংলা/এমও