Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীর হাতিরঝিল থেকে আরও ৫৫ কিশোর আটক

সিনিয়র করেসপন্ডেন্ট
২৮ জানুয়ারি ২০২১ ১৬:৩২

ঢাকা: রাজধানীর হাতিরঝিল এলাকায় বিনোদনপ্রেমীদের উত্যাক্তকারী আরও ৫৫ কিশোর অপরাধীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) পুলিশ সদর দফতরের সহকারী মহাপরিদর্শক (এআইজি মিডিয়া) মো. সোহেল রানা এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘পু‌লিশ হেড‌কোয়ার্টা‌র্সের মি‌ডিয়া অ্যান্ড পাব‌লিক রি‌লেশন্স উইং কর্তৃক প‌রিচা‌লিত বাংলা‌দেশ পু‌লি‌শের অফি‌সিয়াল ফেইসবুক পেইজে সম্মা‌নিত এক নাগ‌রি‌ক জানান, অবসরে বিনোদন এবং সুন্দরভাবে সময় কাটানোর জন্য আগত বিনোদনপ্রেমীরা কিছু কিশোর কর্তৃক হয়রানির শিকার হচ্ছেন। এই অভি‌যো‌গের সূত্র ধ‌রে গত ২৬ জানুয়া‌রি রাজধানীর বি‌নোদন এলাকা হা‌তির‌ঝিলে বেড়া‌তে আসা মানুষ‌কে নানাভা‌বে উত্যাক্তের দা‌য়ে ১৬ কি‌শোর‌কে আটক ক‌রে হা‌তির‌ঝিল থানা পু‌লিশ।’

ওই চলমান কার্যক্রমের অংশ হিসেবে বুধবার (২৭ জানুয়ারি) ইউনিফর্মড ও সাদা পোশাকধারী পুলিশ হাতিরঝিল লেক ও লেক সংলগ্ন পার্শ্ববর্তী এলাকায় ব্যাপক অভিযান চালায়। সেই অভিযানে বিকেল ৪টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত বিভিন্ন অপরাধে জড়িত ৫৫ জনকে আটক করা হয়।

আটককৃতদের মধ্যে ৩ জনের কাছে যথাক্রমে ৮, ১২ ও ২৫ পিস ইয়াবা পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পাশাপাশি গণ-উপদ্রব ও অহেতুক হৈ চৈ করার কারণে ১৬ জনের বিরুদ্ধে ডিএমপি অর্ডিন্যান্স অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। বাকি ৩৬ জনকে শর্তসা‌পে‌ক্ষে অভিভাবকের জিম্মায় দেওয়া হয়ে‌ছে।

থানা পু‌লি‌শের পাশাপা‌শি ঢাকা মে‌ট্টোপ‌লিটন পু‌লি‌শের পাব‌লিক অর্ডার ম্যা‌নেজ‌মেন্টের দুই প্লাটুন ফোর্স এ অভিযানে অংশ নেয়। পু‌রো এলাকাকে ৫ ভাগে ভাগ করে ৫টি আলাদা টিম গঠনের মাধ্যমে একযো‌গে এ অভিযান পরিচালিত হ‌য়। বি‌নোদন প্রত্যাশী নাগ‌রিকদের কল্যা‌ণে ভবিষ্যতে এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান সোহেল রানা।

বিজ্ঞাপন

এই পরিপ্রে‌ক্ষি‌তে সন্তান যে‌নে কো‌নো অপরা‌ধে জ‌ড়ি‌য়ে না প‌ড়ে সে‌দি‌কে খেয়াল রাখ‌তে এবং প্রয়োজনে পু‌লি‌শের সহায়তা নি‌তে অভিভাবকদের পুলিশের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।

সারাবাংলা/ইউজে/পিটিএম

কিশোর আটক পুলিশ হাতিরঝিল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর