Monday 20 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘মিয়ানমার তার নাগরিকদের ফেরত নেবে, সেটাই আমরা চাই’

সিনিয়র করেসপন্ডেন্ট
২৮ জানুয়ারি ২০২১ ১৩:৪৫ | আপডেট: ২৮ জানুয়ারি ২০২১ ১৫:২৪

ঢাকা: পররাষ্ট্রনীতির কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আজকে কেউ বলতে পারবে না, বাংলাদেশের সঙ্গে কোনো দেশের বৈরী সম্পর্ক আছে। আমরা মোটামুটি সকলের সঙ্গে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে চলছি।’

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) সকালে ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ (ডিএসসিএসসি) ২০২০-২০২১ কোর্সের গ্রাজুয়েশন সেরিমনিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী গণভবন থেকে ভার্চুয়ালি ডিএসসিএসসি মিরপুর সেনানিবাসের শেখ হাসিনা কমপ্লেক্সে যুক্ত হয়ে বক্তব্য রাখেন।

তিনি বলেন, ‘আমরা মিয়ানমারের সঙ্গে আলাপ-আলোচনা চালিয়ে যাচ্ছি, যাতে তারা তাদের নাগরিকদের ফিরিয়ে নিয়ে যায়। আমরা একটা বন্ধুত্বসুলভ মনোভাব নিয়েই কাজ করে যাচ্ছি। তারা তাদের নাগরিকদের ফেরত নেবে, সেটা আমরা চাই।’

জাতির পিতার রাষ্ট্রপরিচালনার নীতির আলোকে প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনীর উন্নয়নে বহুমুখী পদক্ষেপ ও পরিকল্পনা গ্রহণ করেছেন বলেন উল্লেখ করেন। তিনি বলেন, ‘তারই আলোকে ১৯৯৬ সালে যখন প্রথম সরকার গঠন করি আর দ্বিতীয়বার ২০০৮ সালের নির্বাচনে জয়ী হয়ে সরকারে আসি, তারই আলোকে আমরা ফোর্সেস গোল ২০৩০ প্রণয়ন করেছি। ২০৩০ অর্থাৎ এই সময়ের মধ্যে আমাদের সশস্ত্র বাহিনী আমরা কিভাবে গড়ে তুলবো, আধুনিক জ্ঞান প্রযুক্তি সম্পন্ন বিশ্বের সঙ্গে যেকোনো দেশের সঙ্গে যেন তাল মিলিয়ে চলতে পারে। বিশেষ করে জাতিসংঘের শান্তি রক্ষা মিশনে যেহেতু অন্যান্য দেশের সঙ্গে কাজ করছে কাজেই কোনোদিকে আমরা যেন পিছিয়ে না থাকি সেদিকে লক্ষ্য রেখে নীতিমালা প্রণয়ন করে তা বাস্তবায়নের কাজও শুরু করেছি।’

বিজ্ঞাপন

সশস্ত্র বাহিনীর প্রশিক্ষণ একাডেমি প্রতিষ্ঠার পটভূমি তুলে ধরেন এবং জাতির পিতার একটি ভাষণ থেকে উদ্ধৃতিও করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী জানান, জাতির পিতা তার সেই ভাষণে বলেছিলেন, ‘পূর্ণ সুযোগ সুবিধা পেলে আমাদের ছেলেরো যেকোনো দেশের যেকোনো সৈনিকের সঙ্গে মোকাবিলা করতে পারবে। আমার বিশ্বাস, আমরা এমন একটি একাডেমি সৃষ্টি করবো, সারা দুনিয়ার মানুষ এই একাডেমি দেখতে আসবে।’

এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘এটাই ছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের স্বপ্ন এবং আকাঙক্ষা। যা তিনি প্রথম সমাপনী ভাষণে বলেছিলেন। আজকে বাস্তবে এটা করতে পেরেছি। আজকে আমাদের এই একাডেমি সারাবিশ্বের কাছে একটা বিস্ময় এবং তারা সকলে এটা অনুভব করে এবং প্রশংসা করে।’

বৈশ্বিক মহামারি মোকাবিলার লক্ষ্যে সরকারের বিভিন্ন পদক্ষেপের প্রসঙ্গ তুলে ধরেন, ‘এই করোনাভাইরাস সারাবিশ্বকে একেবারে সব ক্ষেত্রে স্তিমিত করে রেখেছে। আর্থ-সামাজিক উন্নয়ন থেকে সব কিছুতেই একটা স্থবিরতা নেমে এসেছে। কিন্তু এর মাঝেও সারাবিশ্ব যখন স্তিমিত তখন দেশের মানুষের স্বাস্থ্যগত বিষয়টি নিশ্চিত করার পাশাপাশি সকল অর্থনৈতিক উন্নয়ন কার্যক্রম যেন অব্যাহত থাকে তার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি এবং আমরা অনেক ক্ষেত্রে সফলতা অর্জন করেছি।’

প্রশিক্ষণ গ্রহণ এবং প্রদানের সঙ্গে সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছাও জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘প্রথম বছরে ছিল মাত্র ৩০ জন। আর আজকে তা বেড়ে ২২৫ জনে উন্নীত হয়েছে। প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত বন্ধুপ্রতীম ৪৩টি দেশের ১ হাজার ২০৮ জন অফিসার এই কলেজ থেকে গ্রাজুয়েশন লাভ করেছে। তারা সকলেই নিজ নিজ দেশে প্রতিরক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। এ কোর্সেও ১৬টি বন্ধুপ্রতিম দেশের ৪৩ জন কর্মকর্তা অংশ নিয়েছেন।’

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের পররাষ্ট্রনীতির মূল মন্ত্রটা হচ্ছে সকলের সঙ্গে বন্ধুত্ব। কারও সঙ্গে বৈরিতা নয়। এ নীতিমালা জাতির পিতা আমাদের দিয়ে গেছেন। আর এই নীতিমালা অনুসরণ করেই আমরা আন্তঃরাষ্ট্রীয় সুসম্পর্ক বজায় রেখে আমরা এগিয়ে যাচ্ছি। আজকে কেউই বলতে পারবে না, বাংলাদেশের সঙ্গে কোনো দেশের কোনো বৈরী সম্পর্ক আছে। আমরা মোটামুটি সকলের সঙ্গে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে চলছি।’

‘বর্তমানে বিভিন্ন আঞ্চলিক আন্তর্জাতিক ঐক্য উন্নয়ন নিয়ে বাংলাদেশ অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও গৌরবময় ভূমিকা রাখছে। অভ্যন্তরীণ সম্পদ ও নানাবিধ সীমাবদ্ধতা সত্ত্বেও আমরা বিপন্ন মানবতার ডাকেও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি’— বলেন শেখ হাসিনা।

মিয়ানমান থেকে আমাদের দেশে প্রায় ১০ লাখের মতো রোহিঙ্গা আশ্রয় নিয়েছে। আমরা তাদেরকেও আশ্রয় দিয়েছি। আর আঞ্চলিক নিরাপত্তা ও উন্নয়নের স্বার্থে জোরপূর্বক বাস্তুচ্যূত মিয়ানমারের যে নাগরিকদের আশ্রয়দান এবং তাদের নিজ দেশে যাতে ফিরে যেতে পারে, তার ব্যবস্থার জন্য আমরা কিন্তু কারও সঙ্গে কোনো দ্বন্দ্বে লিপ্ত হইনি। আমরা মিয়ানমারের সঙ্গে আলাপ-আলোচনা চালিয়ে যাচ্ছি, যে আলোচনার মাধ্যমে তারা তাদের নাগরিকদের ফিরিয়ে নিয়ে যায়। একটা বন্ধুত্বসুলভ মনোভাব নিয়েই কাজ করে যাচ্ছি। তবে যারা অন্যায় করেছেন, নিশ্চয়ই আমরা সেটা বলবো। কিন্তু তারপরও তারা তাদের নাগরিকদের ফেরত নেবে, সেটা আমরা চাই বলেও জানান প্রধানমন্ত্রী।

আমরা এই যে, এতগুলো বাস্তুচ্যূত মানুষকে আশ্রয় দিয়েছি। এ জন্য সারাবিশ্ব বাংলাদেশের প্রশংসা করছে, সাধুবাদ জানাচ্ছে বলেও জানান তিনি।

‘আমরা আমাদের দেশের উন্নয়নের ক্ষেত্রে সার্বিকভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। বিশ্বায়ন ও তথ্য-প্রযুক্তির এই যুগে আমরা ডিজিটাল বাংলাদেশ গড়ার যে প্রতিশ্রতি দিয়েছিলাম আজকে সে ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলেছি। এই বছরেরই আমরা শতভাগ বিদ্যুৎ দিতে পারবো, সেইভাবেই কাজ করে যাচ্ছি। অর্থনীতি যাতে শক্তিশালী থাকে তার জন্য সব রকমের চেষ্টা চালিয়ে যাচ্ছি’—বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

তিনি আরও বলেন, ‘আমাদের বাজেট আমরা এখন নিজের অর্থায়নেই করতে পারি। পরনির্ভরশীল হতে হয় না। কারও কাছে হাত পেতে করতে হয় না। আমরা আত্মনির্ভরশীল একটি জাতি হিসাবে নিজেদেরকে গড়ে তোলার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি এবং অনেকাংশে আমরা সাফল্য অর্জন করেছি।’

আজকে আপনাদের জীবনে একটি বিশেষ দিন। এই দিনটির জন্য প্রায় ১১ মাস কঠোর পরিশ্রম ও অধ্যাবসায় করতে হয়েছে। আমার বিশ্বাস এই প্রশিক্ষণলব্ধ জ্ঞান, আপনাদের ওপর অর্পিত দায়িত্ব দক্ষতার সঙ্গে পালনে এবং যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সহায়ক হবে— বলেন প্রধানমন্ত্রী।

আমাদের সামরিক বাহিনী কমান্ড জাতীয় স্টার্ফ কলেজ জাতীয় সীমারেখা ছাড়িয়ে আজ আন্তর্জাতিক পরিমণ্ডলেও এক অনন্য শিক্ষাপ্রতিষ্ঠান হিসাবে পরিচিত লাভ করেছে উল্লেখ করে সামরিক প্রশিক্ষণের ক্ষেত্রে বহির্বিশ্বে সুনাম অর্জনের জন্য কলেজের সাবেক-বর্তমানে সকলের প্রতি ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।

সারাবাংলা/এনআর/এমআই

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর