ভোটে সহিংসতা: বিএনপির কাউন্সিলর প্রার্থীর বিরুদ্ধে মামলা
২৮ জানুয়ারি ২০২১ ০৮:৩১
চট্টগ্রাম ব্যুরো: নির্বাচনি সহিংসতা সৃষ্টির অভিযোগে আটক বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থী ইসমাইল হোসেন বালির বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।
বুধবার (২৭ জানুয়ারি) রাতে নগরীর পাথরঘাটা বালিকা উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে দায়িত্বরত সহকারী প্রিজাইডিং অফিসার মোহাম্মদ শাহজাহান বাদী হয়ে নগরীর কোতোয়ালী থানায় মামলাটি দায়ের করেছেন।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দিন সারাবাংলাকে জানান, মামলায় বালিকে প্রধান আসামি করা হয়েছে। এজাহারে বালিসহ মোট ২৪ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ৪০-৫০ জনকে আসামি করা হয়েছে।
চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ চলাকালে বুধবার দুপুরে পাথরঘাটার ওই কেন্দ্রে ইসমাইল বালির নেতৃত্বে বিএনপির কর্মীরা ঢুকে লাইনে দাঁড়ানো ভোটারদের ওপর হামলা করে। এ সময় আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী পুলক খাস্তগীরের সমর্থকদের সঙ্গে সংঘর্ষ বেঁধে যায়। একপর্যায়ে বুথে ঢুকে দুটি ইভিএম মেশিন ভাংচুর করা হয়। প্রিসাইডিং অফিসারকে মেরে রক্তাক্ত করা হয়। এরপর বালিকে আটক করে পুলিশ।
পরে ওই স্কুলে দুটি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়।
সারাবাংলা/আরডি/এমআই