Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অর্ধেক কেন্দ্রে লাখ ভোটে এগিয়ে রেজাউল

স্পেশাল করেসপন্ডেন্ট
২৭ জানুয়ারি ২০২১ ২৩:১৭ | আপডেট: ২৮ জানুয়ারি ২০২১ ০০:১৮

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) নির্বাচনে এ পর্যন্ত ৩৬৮ কেন্দ্রের ফল ঘোষণা করা হয়েছে। মোট ভোটকেন্দ্রের অর্ধেক কেন্দ্রের এই ফলে আওয়ামী লীগের মেয়র প্রার্থী নৌকা প্রতীকের রেজাউল করিম চৌধুরী এরই মধ্যে নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে লক্ষাধিক ভোটে এগিয়ে রয়েছেন। এই ৩৬৮ কেন্দ্রে রেজাউল নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ১ লাখ ৪৯ হাজার ৫৩ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীক নিয়ে ডা. শাহাদাত হোসেন পেয়েছেন ২০ হাজার ৯৪৪ ভোট। অর্ধেক কেন্দ্রেই দু’জনের মধ্যে ব্যবধান ১ লাখ ২৮ হাজার ১০৯ ভোট।

বিজ্ঞাপন

বুধবার (২৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণের পর সন্ধ্যা ৬টায় ফলাফল ঘোষণা শুরু হয়। নগরীর এম এ আজিজ স্টেডিয়ামে স্থাপিত নির্বাচন কমিশনের অস্থায়ী নিয়ন্ত্রণ কক্ষ থেকে ফলাফল ঘোষণা করছেন রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান।

চট্টগ্রাম নগরীর ৪১ ওয়ার্ডে মোট ৭৩৫টি ভোটকেন্দ্রে মেয়র পদে নির্বাচন হয়েছে। ভোটার সংখ্যা ১৯ লাখ ৩৮ হাজার ৭০৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৯ লাখ ৯২ হাজার ৩৩ জন, নারী ভোটার ৯ লাখ ৪৬ হাজার ৬৭৩ জন। সবগুলো কেন্দ্রেই ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করে ভোট নেওয়া হয়েছে।

নির্বাচনে মেয়র পদে মোট ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। রেজাউল-শাহাদাত ছাড়া বাকিরা হলেন— আম প্রতীকে ন্যাশনাল পিপলস পার্টির আবুল মনজুর, মোমবাতি প্রতীকে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের এম এ মতিন, স্বতন্ত্র প্রার্থী হাতি প্রতীকে খোকন চৌধুরী, চেয়ার প্রতীকে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মুহাম্মদ ওয়াহেদ মুরাদ ও হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. জান্নাতুল ইসলাম।

প্রতিদ্বন্দ্বী এসব প্রার্থীর মধ্যে হাতপাখা প্রতীকের প্রার্থী জান্নাতুল ইসলাম ভোটগ্রহণে অনিয়মের অভিযোগ এনে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন। নির্বাচন নিয়ে নানা অভিযোগ তুললেও ভোট প্রত্যাখান করেননি বিএনপির মেয়র প্রার্থী। তবে বিকেলে এক সংবাদ সম্মেলনে বিএনপির মেয়র প্রার্থী শাহাদাত হোসেনকে সঙ্গে নিয়ে এক সংবাদ সম্মেলনে দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘আমাদের নির্বাচন আওয়ামী লীগের সঙ্গে হয়নি, হয়েছে আওয়ামী প্রশাসন, আওয়ামী আইনশৃঙ্খলা বাহিনী ও আওয়ামী সন্ত্রাসীদের সঙ্গে। যেটা নির্বাচনই হয়নি, সেটা প্রত্যাখানের কী আছে?’

বিজ্ঞাপন

সারাবাংলা/আরডি/টিআর

চট্টগ্রাম সিটি করপোরেশন চসিক চসিক নির্বাচন ডা. শাহাদাত হোসেন রেজাউল করিম রেজাউল করিম চৌধুরী

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর