Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ক্যামেরুনে বাস-ট্রাক সংঘর্ষে ৫৩ মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
২৭ জানুয়ারি ২০২১ ২২:৩৫

ক্যামেরুনের পশ্চিমাঞ্চলে একটি বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে অন্তত ৫৩ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ২৯ জন। খবর আল জাজিরা।

বুধবার (২৭ জানুয়ারি) ক্যামেরুনের পশ্চিমাঞ্চলের গভর্নর ফঙ্কা অগাস্টিন দুর্ঘটনার খবর এবং হতাহতের সংখ্যা নিশ্চিত করেছেন।

ওই গভর্নর জানিয়েছেন, দ্রুতগতিতে আসা একটি জ্বালানিবাহী ট্রাকের সঙ্গে ৭০ আরোহী নিয়ে অপরদিক থেকে আসা একটি বাসের সঙ্গে সংঘর্ষের পর দুর্ঘটনাস্থলে আগুন লেগে যায় সে কারণে আরোহীদের মধ্যে মৃত্যুর ঘটনা বেশি।

এছাড়াও, আহত অবস্থায় হাসপাতালে যারা ভর্তি আছেন তাদের মধ্যে কয়েকজনের অবস্থা সংকটাপন্ন।

তবে, ঠিক কী কারণে ওই দুর্ঘটনা ঘটেছে সে ব্যাপারে এখনো কিছু জানা যায়নি।

সারাবাংলা/একেএম

ক্যামেরুন বাস-ট্রাক সংঘর্ষ মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর