বাসচাপায় প্রাণ গেল একাত্তর টিভি’র ভিডিও এডিটরের
২৭ জানুয়ারি ২০২১ ১৯:৪৩ | আপডেট: ২৭ জানুয়ারি ২০২১ ১৯:৫২
ঢাকা: রাজধানীর গুলশানের নর্দা এলাকায় যাত্রীবাহী ভিক্টর পরিবহনের এক বাসের চাপায় বেসরকারি টেলিভিশন চ্যানেল একাত্তর টিভি’র ভিডিও এডিটর গোপাল সূত্রধর (৩৮) নিহত হয়েছেন। দুর্ঘটনার সময় তিনি মোটরসাইকেলে ছিলেন।
বুধবার (২৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় গোপাল সূত্রধর গুরুতর আহত হলে মুমূর্ষু অবস্থায় তাকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গুলশান থানার উপপরিদর্শক (এসআই) সিনথিয়া আক্তার সারাবাংলাকে জানান, নর্দ্দা এলাকায় যাত্রীবাহী ভিক্টর পরিবনের একটি বাস ওই মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেলের আরোগী গোপাল সূত্রধর গুরুতর আহত হন। চিকিৎসার জন্য তাকে পঙ্গু হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়।
এসআই সিনথিয়া জানান, গোপাল একাত্তর টিভি’র ভিডিও এডিটর হিসেবে কাজ করতেন। ঘটনাস্থলে ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
সারাবাংলা/এসএসআর/টিআর
একাত্তর টিভি. টপ নিউজ বাসচাপা বাসচাপায় মৃত্যু ভিডিও এডিটর মোটরসাইকেল দুর্ঘটনা সড়ক দুর্ঘটনা