করোনাভাইরাসে আরও ১৭ জনের মৃত্যু
২৭ জানুয়ারি ২০২১ ১৬:২৪ | আপডেট: ২৭ জানুয়ারি ২০২১ ১৮:৫৭
ঢাকা: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ৭২ জনে।
বুধবার (২৭ জানুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের কোভিড ইউনিটের পরিচালক ডা. মো, ইউনুসের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২০০টি ল্যাবরেটরিতে অ্যান্টিজেনসহ ১৫ হাজার ৯৩২টি নমুনা সংগ্রহ ও ১৫ হাজার ৭২০টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ৩৬ লাখ ৫০৮টি।
এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৫২৮ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৫ লাখ ৩৩ হাজার ৪৪৪ জনে।
এদিকে, রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫০৯ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৭৭ হাজার ৯৩৫ জন।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার হার ৩ দশমিক ৩৬ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৪ দশমিক ৮২ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক ৫৯ শতাংশ। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৫১ শতাংশ।
সারাবাংলা/এমআই