Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এ ভ্যাকসিন সবচেয়ে নিরাপদ: স্বাস্থ্যমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট
২৭ জানুয়ারি ২০২১ ১৫:৫৫ | আপডেট: ২৭ জানুয়ারি ২০২১ ১৬:৩০

ঢাকা: নভেল করোনাভাইরাস (কোভিড ১৯) মোকাবিলায় অক্সফোর্ড-অ্যাস্ট্রেজেনেকার ভ্যাকসিন ‘কোভিশিল্ড’ সবচেয়ে নিরাপদ বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে কোভিড-১৯ ভ্যাকসিন প্রদান কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, ‘এরইমধ্যে আমাদের দেশে ৫০ লাখ ভ্যাকসিন এসেছে। ভারত সরকার দুঃসময়ে আরও ২০ লাখ ভ্যাকসিন উপহার দিয়েছে। এ জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানাই। এ পর্যন্ত যত ভ্যাকসিন উৎপাদন হয়েছে তার মধ্যে অক্সফোর্ড-অ্যাস্ট্রেজেনেকার ভ্যাকসিন সবচেয়ে নিরাপদ।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমরা সুষ্ঠুভাবে টিকা দেওয়ার সব ব্যবস্থা নিয়েছি। এ জন্য ৪২ হাজার নেতাকর্মী কাজ করছে। টিকা গ্রহীতাদের নিবন্ধনের জন্য আইসিটি মন্ত্রণালয়ের মাধ্যমে একটি অ্যাপ চালু করা হয়েছে।’

‘প্রথমে ডাক্তার, নার্স, সেনাবাহিনী, পুলিশ, মিডিয়াকর্মী অগ্রাধিকার ভিত্তিতে টিকা পাবেন। প্রতিজনের দুইটি করে টিকার ডোজ লাগবে। টিকা দেওয়ার পর যদি কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয় তাহলে তাদের চিকিৎসার প্রয়োজনীয় সব ব্যবস্থা করে রেখেছি।’

ভ্যাকসিন প্রদান কার্যক্রমে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অংশ নেওয়ায় তাকে ধন্যবাদ জানান স্বাস্থ্যমন্ত্রী।

উল্লেখ্য, আজ (২৭ জানুয়ারি) ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হলো। প্রথমদিন ২৫ জনকে ভ্যাকসিন দেওয়া হবে। এরপরে ২৮ জানুয়ারি কুর্মিটোলা জেনারেল হাসপাতালসহ রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, মুগদা জেনারেল হাসপাতাল, কুয়েত-মৈত্রী জেনারেল হাসপাতাল ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ভ্যাকসিন প্রয়োগ করা হবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/একে

কোভিড-১৯ টপ নিউজ ভ্যাকসিন স্বাস্থ্যমন্ত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর