Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাইডেন-পুতিন ফোনালাপ, বাড়বে পরমাণু চুক্তির মেয়াদ

আন্তর্জাতিক ডেস্ক
২৭ জানুয়ারি ২০২১ ১২:৪৪

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ফোন করেছেন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট জো বাইডেন। এ সময় রাশিয়াতে চলমান বিক্ষোভ ও দুই দেশের মধ্যকার পরমাণু অস্ত্র চুক্তির মেয়াদ বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। খবর বিবিসি।

মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর মঙ্গলবার (২৬ জানুয়ারি) প্রথম রুশ প্রেসিডেন্টের সঙ্গে ফোনে কথা বলেন জো বাইডেন।

এ বিষয়ে হোয়াইট হাউজ জানায়, রাশিয়ার বিরোধীদলীয় নেতা আলেক্সাই নাভালনির গ্রেফতার, মস্কোর সাইবার গুপ্তচরবৃত্তি এবং আফগানিস্তানে মার্কিন বাহিনীর ওপর হামলায় রাশিয়ার উস্কানির মতো বিষয়গুলোর আলোচনায় স্থান পায়।

এছাড়াও পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির মেয়াদ বাড়ানোর বিষয়ে দুই নেতার মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

এক বিবৃতিতে যুক্তরাষ্ট্র জানায়, রাশিয়ার দ্বারা যে কোনো ধরনের পদক্ষেপ যা মার্কিন ও তার বন্ধুদের জাতীয় স্বার্থে আঘাত হানে তা প্রতিরোধে দৃঢ়ভাবে কাজ করবেন প্রেসিডেন্ট বাইডেন।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার জন্য জো বাইডেনকে শুভেচ্ছা জানান রুশ প্রেসিডেন্ট পুতিন। একইসঙ্গে উভয় দেশ আগামী দিনে যোগাযোগ রক্ষা করারও বিষয়েও অঙ্গীকার ব্যক্ত করেন।

সারাবাংলা/এনএস

টপ নিউজ পরমাণু চুক্তির বাইডেন-পুতিন ফোনালাপ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর