খুলশিতে ধাওয়া-পাল্টাধাওয়া, মোটরসাইকেল ভাঙচুর
২৭ জানুয়ারি ২০২১ ১২:২৭ | আপডেট: ২৭ জানুয়ারি ২০২১ ১৩:৩১
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচন ঘিরে নগরীর খুলশি থানাধীন ঝাউতলা এলাকায় ধাওয়া-পাল্টাধাওয়া চলছেই। দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে গুলিতে একজন নিহত হওয়ার পর সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়াও পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে র্যাব ও সোয়াত টিম।
জানা গেছে, বুধবার (২৭ জানুয়ারি) সকাল আটটায় শুরু হয় ভোটগ্রহণ। প্রথম দেড় ঘণ্টা যাওয়ার পরই শুরু হয় উত্তেজনা। ওই ওয়ার্ডের সরকারদলীয় কাউন্সিলর প্রার্থী ওয়াসিম উদ্দিন চৌধুরী ও বিদ্রোহী প্রার্থী মাহমুদুর রহমানের সমর্থকদের মধ্যে এই ধাওয়া-পাল্টা ধাওয়া ও গোলাগুলির ঘটনা ঘটে। এতে গুলিবিদ্ধ হয়ে মো. আলম (২৮) নামে একজন নিহত হন। এরপরও সংঘর্ষ থেমে নেই।
দুপুর ১২টা পর্যন্তও সেখানে থেমে থেমে ধাওয়া-পাল্টাধাওয়া চলছিলো। সারাবাংলার ফটো সাংবাদিক শ্যামল নন্দীর মোটরসাইকেলসহ বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করেছে সংঘর্ষে জড়ানো উত্তেজিত নেতাকর্মীরা।
সারাবাংলা/এএম