লালখানে কাউন্সিলর প্রার্থী ও মনোনয়ন বঞ্চিত’র সমর্থকদের সংঘর্ষ
২৭ জানুয়ারি ২০২১ ১১:৫২ | আপডেট: ২৭ জানুয়ারি ২০২১ ১২:২৯
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের ১৪ নম্বর ওয়ার্ড লালখান বাজার এলাকায় আওয়ামী সমর্থিত কাউন্সিলর প্রার্থী আবুল হাসনাত মোহাম্মদ বেলাল এবং মনোনয়ন বঞ্চিত দিদারুল আলম মাসুমের সমর্থকদের মধ্যে সংঘর্ষ এবং ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে।
বুধবার (২৭ জানুয়ারি) সকাল ৯টার দিকে লালখান বাজার শহীদ নগর সিটি করপোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সামনে এই ঘটনা ঘটে। এসময় পাথর নিক্ষেপ ও লাঠি নিয়ে হামলায় জড়ায় দুই পক্ষ। পরে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এই কেন্দ্রটির প্রিজাইডিং অফিসার বশির আহমেদ বলেন, ‘কেন্দ্রের বাইরে গণ্ডগোল হয়েছে। তবে কেন্দ্রের অভ্যন্তরে কোনো সমস্যা নেই।’
খুলশি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান বলেন, ‘কেন্দ্রের বাইরে দুই পক্ষের ধাওয়া পাল্টা হয়েছিল। পুলিশ-বিজিবি এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে। বর্তমান পরিবেশ শান্ত আছে।’
সারাবাংলা/আরডি/এসএসএ