টঙ্গীতে তাবলীগের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২
২৭ জানুয়ারি ২০২১ ১০:৫১ | আপডেট: ২৭ জানুয়ারি ২০২১ ১০:৫৩
টঙ্গী: গাজীপুরের টঙ্গীতে একটি মসজিদে তাবলীগ জামাতের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জহিরুল ইসলাম (৪১) ও মাসুদ পাটোয়ারি (৩৯) দুজন আহত হয়েছেন।
সোমবার (২৫ জানুয়ারি) রাত সাড়ে ৮টায় দত্তপাড়া আলম মার্কেট এলাকার বাইতুস সালাম জামে মসজিদে এ ঘটনা ঘটে।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সোমবার রাতেই গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) ইলতুৎ মিশ, সহকারী পুলিশ কমিশনার আশরাফ উল ইসলাম এবং টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।
মাওলানা সা’দ অনুসারীদের জিম্মাদার হাজী মনির হোসেন বলেন, ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী বিশ্ব ইজতেমা দুই গ্রুপ আলাদাভাবে আয়োজন করে। তেমনি মসজিদগুলোতেও আমরা পৃথকভাবে তাবলীগের দাওয়াত ও মেহনতের কাজ করে থাকি।’
তিনি বলেন, ‘সোমবার বাদ এশা আমরা বাইতুস সালাম জামে মসজিদের বারান্দায় তালিম করছিলাম। এসময় মসজিদ কমিটি ও মাওলানা জুবায়েরের অনুসারীরা আমাদের তালিম করতে বাধা দেয়। বাকবিতণ্ডার এক পর্যায়ে হঠাৎ পুরো মসজিদ ঘেরাও করে মসজিদের গেইট লাগিয়ে জুবায়ের অনুসারী মজিবুর, জাকির, আবু হানিফ ও ইঞ্জিনিয়ার সামসুল হকের নেতৃত্বে দুই তিনশ লোক আমাদের ওপর অতর্কিত হামলা চালায়। তাদের হামলায় আমাদের দুজন তাবলীগের সাথী আহত হয়েছেন। পরে আহতাবস্থায় তাদের উদ্ধার করে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।’
অপরদিকে মসজিদ কমিটি জানায়, মসজিদের ভেতরে আলাদাভাবে তালিম না করে একসঙ্গে তালিম করার জন্য মাওলানা সা’দ অনুসারীদের অনুরোধ জানানো হয়৷ কিন্তু তারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে মসজিদের ভেতরে বিশৃঙ্খলা সৃষ্টি করে। তাদের ওপর হামলার বিষয়টি ভিত্তিহীন।
ওসি আমিনুল ইসলাম বলেন, ‘তাবলিগের দুই গ্রুপের মধ্যে মারামারির ঘটনা শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিলো। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি।’
সারাবাংলা/এসএসএ