মার্চে ‘স্বল্প পরিসরে’ খুলছে ঢাবির হলগুলো
২৭ জানুয়ারি ২০২১ ০০:৩৫
আগামী মার্চ মাসের প্রথম সপ্তাহে কেবল স্নাতক শেষ বর্ষ ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের পরীক্ষায় অংশ নেওয়ার সুবিধা দিতে হল খুলে দেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষ।
মঙ্গলবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ঢাবি প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
অধ্যাপক গোলাম রব্বানী বলেন, আমরা আশা করছি করোনা পরিস্থিতি ধীরে ধীরে নিম্নগামী হবে। শিক্ষার্থীরা যেন মানসিকভাবে প্রস্তুত হতে পারে, সে বিষয়টি মাথায় রেখে একমাস আগেই সিদ্ধান্তটি জানানো হয়েছে।
এর আগে হল খোলার বিষয়ে কোনো সিদ্ধান্তের কথা না জানিয়েই গত ১০ ডিসেম্বর একাডেমিক কাউন্সিলে সেশন জটের ঝুঁকি এড়াতে স্নাতক শেষ বর্ষ ও স্নাতকোত্তর পর্যায়ের পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেয় ঢাকা বিশ্ববিদ্যালয়। পরীক্ষা গ্রহণের বিষয়ে সিদ্ধান্ত হওয়ার পরে বেশ কয়েকটি বিভাগ পরীক্ষার তারিখও ঘোষণা করে। তবে শিক্ষার্থীদের দাবির মুখে কোনো বিভাগই হল খোলার আগেই পরীক্ষা শুরু করতে পারেনি।
করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির কারণে গত বছরের ১৭ মার্চ থেকেই দেশের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের মতো বন্ধ রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। এর মধ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের জন্য অনলাইন ক্লাস শুরু করলেও তাতে সাড়া মেলেনি।
সারাবাংলা/টিআর
ঢাকা বিশ্ববিদ্যালয় সীমিত পরিসর স্নাতক শেষ বর্ষ স্নাতকোত্তর স্বল্প পরিসর হল খোলা