‘ফ্রেব্রুয়ারির প্রথমার্ধে প্রাথমিক বিদ্যালয় খুলে দেওয়া হতে পারে’
২৬ জানুয়ারি ২০২১ ২২:০১ | আপডেট: ২৭ জানুয়ারি ২০২১ ০৪:২৮
ঢাকা: আগামী ফেব্রুয়ারির প্রথম বা দ্বিতীয় সপ্তাহে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো খুলে দেওয়া হতে পারে। এরপর স্বাস্থ্যবিধি মেনে নিয়মিত শিক্ষার্থীদের ক্লাস নেওয়া হবে বলেও জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন।
মঙ্গলবার (২৬ জানুয়ারি) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার পর দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় খুলে দেওয়া হবে। তবে শুরুতে পঞ্চম শ্রেণির ক্লাসকে বেশি গুরুত্ব দেওয়া হবে।
তিনি আরও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার-পরিচ্ছন্ন করে আগামী ৪ ফেব্রুয়ারির মধ্যে ক্লাস নেওয়ার উপযোগী করে তুলতে বলা হয়েছে। আমরা ফেব্রুয়ারির যেকোনো দিন শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নিয়েছি।
প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে ফেব্রুয়ারির প্রথম বা দ্বিতীয় সপ্তাহে স্কুল খোলা হবে জানিয়ে তিনি বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয় খোলা হলেও আগের মতো একসঙ্গে সবার ক্লাস নেওয়া হবে না। একাধিক শিফট করে প্রথম থেকে পঞ্চম শ্রেণির ক্লাস নেওয়া হবে।
পঞ্চম শ্রেণির ক্লাস নিয়মিত হলেও বাকি ক্লাসগুলো সপ্তাহে একদিন করে নিতে নির্দেশনা দেওয়া হবে জানিয়ে তিনি বলেন, সব বিদ্যালয়ে স্বাস্থ্যবিধি মেনে ক্লাস নেওয়া হবে।
এ ছাড়া প্রতিমন্ত্রী বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে নিয়মিত বার্ষিক উন্নয়ন বরাদ্দ অর্থের পরিমাণ বাড়ানোর চিন্তাভাবনা করা হচ্ছে। এজন্য বিভিন্ন সংস্থা এগিয়ে আসতে চাচ্ছে। আমরা আলাপ আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেব।
সারাবাংলা/টিএস/এমআই