ফের ভাড়াটিয়ার তথ্য সংগ্রহে নামছে ডিএমপি
২৬ জানুয়ারি ২০২১ ২১:১৫
ঢাকা: নগরবাসীর নিরাপত্তা নিশ্চিতে প্রত্যেকটি ডিভিশন ও থানায় পুলিশের ফোর্স বৃদ্ধি করা হয়েছে। শক্তিশালী করা হয়েছে বিট পুলিশিং। অপরাধ দমনে ও অপরাধীদের গ্রেফতারের জন্য সমস্ত বাসা-বাড়ির তথ্য হালনাগাদ করা হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্টোপলিটন গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার।
মঙ্গলবার (২৬ জানুয়ারি) দুপুরে রাজধানীর ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ সব তথ্য জানান।
কে এম হাফিজ আক্তার বলেন, ‘সম্প্রতি ঢাকায় রাতের বেলা বিভিন্ন জায়গায় ছিনতাইয়ের ঘটনা ঘটছে। ছিনতাই ডাকাতিসহ বিভিন্ন সম্পত্তি-অর্থনৈতিক অপরাধ নিয়ন্ত্রণে আনতে গত ১৬ জানুয়ারি থেকে সাঁড়াশি অভিযান শুরু হয়েছে।’
এ কে এম হাফিজ আক্তার বলেন, ‘ডিএমপি কমিশনার নির্দেশ দিয়েছেন রাজধানীর বাসা-বাড়ির ও ভাড়াটিয়াদের তথ্য হালনাগাদ করার। আমরা খুব দ্রুতই হালনাগাদের কাজ শুরু করব। আমাদের পুলিশ সদস্যরা প্রতিটি বাসা-বাড়িতে গিয়ে আগের মতো তথ্য সংগ্রহ করবেন।’
ডিএমপির অতিরিক্ত কমিশনার বলেন, ‘রাজধানীতে শুধু ছিনতাই জাতীয় অপরাধ হয় না, বিভিন্ন অপরাধ হয়। এ বিষয়ে টহল টিম বৃদ্ধি করা হয়েছে। আমাদের প্রতিটি থানায় এখন ২৫/৩০ জনকে সাব-ইন্সপেক্টর দেওয়া হয়েছে।’
উল্লেখ্য যে, এর আগে গত ২১ জানুয়ারি অপর এক সংবাদ সম্মেলনে মহানগর গোয়েন্দা প্রধান হাফিজ আক্তার বলেন, ‘রাজধানীর অনেক বাসা-বাড়িতে গ্রিল কেটে চুরি ও ডাকাতির ঘটনা ঘটছে। সচেতনতা ও নিরাপত্তার স্বার্থে বাসা-বাড়িতে নতুন কাজের বুয়া, মালি কিংবা দারোয়ান নিয়োগ করা হলেও তা থানায় জানাতে হবে।’
তিনি ওইদিন বলেন, ‘অনেকেই আছেন, অপকর্মের ঘটনা ঘটলেও থানায় জানান না। এ ক্ষেত্রে নিজের পাশাপাশি নগরের অন্য বাসিন্দার নিরাপত্তাও বিঘ্নিত হয়। তাই অনুরোধ যে কোনো ধরনের অপকর্মের ঘটনা ঘটলে যেন সংশ্লিষ্ট থানায় অভিযোগ করা হয়। যাদের সামর্থ্য আছে তারা যেন বাসায় সিসি ক্যামেরা বা আইপি ক্যামেরার ব্যবস্থা রাখেন। যে বাড়িতে গৃহকর্তা-গৃহকত্রী দুজনই চাকরিজীবী, তাদের বাসার নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা রাখা খুবই উত্তম।’
সারাবাংলা/ইউজে/একে