যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা, সামরিক মহড়ার ঘোষণা চীনের
২৬ জানুয়ারি ২০২১ ১৯:৫৩
যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে দক্ষিণ চীন সাগরের বিরোধপূর্ণ জলসীমায় সামরিক মহড়ার ঘোষণা দিয়েছে চীন। খবর আল-জাজিরা।
মঙ্গলবার (২৬ জানুয়ারি) চীনের জলসীমা নিরাপত্তা কর্তৃপক্ষ প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, ২৭-৩০ জানুয়ারি দক্ষিণ চীন সাগরে সামরিক মহড়া চালাবে।
এর আগে, শনিবার (২২ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমানবাহী জাহাজ ইউএসএস থিওডোর রুজভেল্ট দক্ষিণ চীন সাগরের বিরোধপূর্ণ জলসীমায় ঢুকে পড়েছিল – বলে জানিয়েছিল বেইজিং।
এ ব্যাপারে মার্কিন সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, জলসীমার স্বাধীনতা নিশ্চিত করতেই মার্কিন যুদ্ধজাহাজ দক্ষিণ চীন সাগরে অবস্থান করে ছিল।
এদিকে, দক্ষিণ চীন সাগর ক্রমেই দ্বি পাক্ষিক সম্পর্কের মধ্যে উত্তেজনা তৈরি করছে।
এ ব্যাপারে বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, চীন সাগরের দিকে নজর রেখে চীনের প্রতিবেশী ভিয়েতনাম, মালয়েশিয়া, ফিলিপাইন, ব্রুনাই এবং তাইওয়ানে তৎপরতা বাড়িয়ে চলছে যুক্তরাষ্ট্র।
সারাবাংলা/একেএম