Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভ্যাকসিনের তালিকায় আসছেন প্রাথমিকের শিক্ষকরা

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ জানুয়ারি ২০২১ ১৭:২১ | আপডেট: ২৬ জানুয়ারি ২০২১ ১৮:৩৬

ঢাকা: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা করোনাভাইরাসের ভ্যাকসিন দেওয়ার তালিকায় যুক্ত হবেন। এ জন্য শিক্ষকের তালিকা স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। কিছুদিনের মধ্যেই শিক্ষকদের ভ্যাকসিন দেওয়া কার্যক্রম শুরু করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ সব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘আসছে ফেব্রুয়ারির যেকোনো দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় খুলে দেওয়া হবে। প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার তারিখ জানানো হবে। সে জন্য সকল বিদ্যালয় পরিষ্কার-পরিচ্ছন্ন করে ক্লাস নেয়ার মতো করে উপযোগী করে তুলতে নির্দেশনা দেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘সব প্রাথমিক শিক্ষককে করোনার ভ্যাকসিনের আওতায় আনা হবে। শিক্ষক ও কর্মকর্তাদের ভ্যাকসিন দেওয়া হবে। স্কুল খোলার আগে বা পরে এ কর্মসূচি শুরু হবে। এ জন্য প্রাথমিকের সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের তালিকা তৈরি করে আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠিয়েছি। ধাপে ধাপে সবাইকে টিকার আওতায় আনা হবে।’

তবে বয়স ১৮ এর কম হওয়ায় আপাতত শিক্ষার্থীরা এখন ভ্যাকসিন পাবে না বলেও জানান প্রতিমন্ত্রী।

সারাবাংলা/টিএস/একে

টপ নিউজ ভ্যাকসিন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর