Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুদকের এক মামলায় রাশেদ চিশতীর জামিন বহাল

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ জানুয়ারি ২০২১ ১৭:২১

ঢাকা: অর্থপাচার প্রতিরোধ আইনের এক মামলায় ফারমার্স ব্যাংকের নিরীক্ষা কমিটির সাবেক চেয়ারম্যান মাহবুবুল হক চিশতীর ছেলে রাশেদুল হক চিশতীকে দেওয়া জামিন বাতিল চেয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা আবেদনের খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। ফলে নিম্ন আদালতে একটি মামলায় রাশেদুল হক চিশতিকে দেওয়া জামিনের রায় হাইকোর্টেও বহাল থাকলো।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) নিম্ন আদালতের এক মামলায় দেওয়া জামিন আদেশের বিরুদ্ধে দুদকের করা রিভিশন আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মহি উদ্দীন শামীমের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

বিজ্ঞাপন

তবে রাশেদ চিশতির জামিন বাতিলে চেয়ে দুদকের পাঁচটি রিভিশন আবেদনের একটিতে আজ আদেশ দিয়েছেন আদালত। অপর চারটি রিভিশন আবেদন এখনো বিদ্যমান রয়েছে।

আদালতে আজ দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. খুরশিদ আলম খান। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনির, ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক, সহকারী অ্যাটর্নি জেনারেল মাহজাবিন রাব্বানী দীপা ও আন্না খানম কলি। আসামিপক্ষে শুনানি করেন আইনজীবী শাহরিয়ার কবির ও সিনিয়র আইনজীবী এ এফ এম হাসান আরিফ।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক আদেশের বিষয়টি সারাবাংলাকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, `ফারমার্স ব্যাংকের নিরীক্ষা কমিটির সাবেক চেয়ারম্যান মাহবুবুল হক চিশতীর ছেলে রাশেদুল হক চিশতীকে নিম্ন আদালতের দেওয়া জামিন বাতিলে দুদকের এক রিভিশন আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। এর ফলে নিম্ন আদালতে দেওয়া রাশেদ চিশতীর জামিন বহাল থাকলো।`

বিজ্ঞাপন

এ বিষয়ে দুদকের আইনজীবী মো. খুরশীদ আলম খান সারাবাংলাকে বলেন, `রাশেদ চিশতির জামিন বাতিল চেয়ে দুদক হাইকোর্টে পাঁচটি রিভিশন আবেদন করেছিল। ওই পাঁচটি আবেদনের মধ্যে একটির বিষয়ে আজ আদালত আদেশ দিলেন। অপর চারটি রিভিশন আবেদন এখনো হাইকোর্টে শুনানির অপেক্ষায় রয়েছে। আগামী ৮ ফেব্রুয়ারি এ বিষয়ে শুনানির জন্য দিন ধার্য রয়েছে।`

মামলার বিবরণে জানা যায়, রাশেদ চিশতীর বিরুদ্ধে পাঁচটি মামলা রয়েছে। এর মধ্যে গত বছর ১৮ ও ১৯ মে ঢাকার আদালত থেকে চারটি মামলায় জামিন পান তিনি। টাঙ্গাইলের দায়রা আদালত থেকে আরেকটি মামলায় গত বছরের ২৭ মে জামিন পান তিনি।

পাঁচ মামলায় রাশেদ চিশতীর জামিনের বিরুদ্ধে হাইকোর্টে পৃথক আবেদন করে দুদক। এর পরিপ্রেক্ষিতে ২৮ মে একটি মামলায় হাইকোর্ট রাশেদ চিশতীর জামিন দুদকের আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিত করেন। অন্য তিনটি মামলার ক্ষেত্রে হাইকোর্ট শর্তসাপেক্ষে রাশেদ চিশতীকে নিম্ন আদালতের দেওয়া জামিন বহাল রাখেন।

ফারমার্স ব্যাংকের জামালপুরের বকশীগঞ্জ শাখা থেকে ৯ কোটি ২৮ লাখ ৯২ হাজার ৫০০ টাকা আত্মসাতের অভিযোগে অর্থপাচার প্রতিরোধ আইনে ২০১৮ সালের ১৬ সেপ্টেম্বর টাঙ্গাইল সদর থানায় রাশেদ চিশতীসহ তিনজনের বিরুদ্ধে একটি মামলাটি করে দুদক। এই মামলায় গত বছরের ২৭ মে টাঙ্গাইলের বিশেষ জজ আদালত থেকে জামিন পান তিনি।

আইনজীবীদের তথ্যমতে, ফারমার্স ব্যাংকে জালিয়াতির ঘটনায় পৃথক মামলা করে দুদক। এর মধ্যে ১৫৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংকটির নিরীক্ষা কমিটির সাবেক চেয়ারম্যান মাহবুবুল হক চিশতী, তার স্ত্রী রুজী চিশতী ও ছেলে রাশেদুল হক চিশতীসহ সাত জনের বিরুদ্ধে ২০১৮ সালের ১০ এপ্রিল গুলশান থানায় একটি মামলা করে দুদক।

এই মামলায় ১৯ মে ঢাকার বিশেষ জজ আদালত-৬ থেকে জামিন পান তিনি। এর বিরুদ্ধে দুদক হাইকোর্টে আবেদন করে, যার পরিপ্রেক্ষিতে ২০ মে প্রথমে হাইকোর্টের অপর বেঞ্চ ২৮ মে পর্যন্ত রাশেদ চিশতীর জামিন স্থগিত করেন। পরে ২৮ মে আপিল শুনানি না হওয়া পর্যন্ত রাশেদের জামিন স্থগিত করা হয়।

এ ছাড়া জ্ঞাত আয় বর্হিভূত সম্পদ অর্জন, মাহবুবুল হক চিশতীকে আয় বর্হিভূত সম্পদ অর্জনে সহযোগিতার অভিযোগ, অর্থপাচার প্রতিরোধ ও দুদক আইনে রাশেদ চিশতীর বিরুদ্ধে পৃথক তিনটি মামলা রয়েছে।

সারাবাংলা/কেআইএফ/এমআই

জামিন রাশেদ চিশতি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর