আধ্যাত্মিকতার পরীক্ষা: অন্ধ্রপ্রদেশে ২ সন্তানকে পিটিয়ে হত্যা
২৬ জানুয়ারি ২০২১ ০৯:০১ | আপডেট: ২৬ জানুয়ারি ২০২১ ১৫:১৪
ভারতের অন্ধ্রপ্রদেশের চিতর জেলার মাদানাপল্লে এলাকায় নিজ বাড়িতে আধ্যাত্মিক ক্ষমতার পরীক্ষা করতে গিয়ে দুই মেয়েকে ডাম্বেল দিয়ে পিটিয়ে হত্যা করেছেন এক দম্পতি। খবর দ্য কুইন্ট।
সোমবার (২৫ জানুয়ারি) পুলিশের জিজ্ঞাসাবাদে ওই দম্পতি জানিয়েছেন, রাতের মধ্যেই আধ্যাত্মিক ক্ষমতাবলে তাদের মৃত দুই মেয়ে জীবিত হয়ে উঠবে।
এদিকে পুলিশ জানিয়েছে, সন্তান হত্যার দায়ে অভিযুক্ত বাবা পুরুষত্তম নাইডু স্থানীয় একটি কলেজে রসায়নের শিক্ষক এবং মা ভি. পদ্মজা গণিতে গোল্ড মেডেলিস্ট ও মাস্টারমাইন্ডস আইআইটি স্কুলের শিক্ষক।
অপরদিকে মৃত দুই বোন আলেখ্য (২৭) এবং সাই দিব্য (২১)। তারা যথাক্রমে বন ব্যবস্থাপনা এবং ব্যবসায় প্রশাসনে স্নাতক পর্যায়ে অধ্যয়নরত ছিলেন।
এ ব্যাপারে পুলিশ সুপার (ডিএসপি) রবি মনোহর চারি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ঘটনাস্থল থেকে যজ্ঞের উপাচার জব্দ করা হয়েছে। পুলিশ হেফাজতে থাকা ওই দম্পতি স্বাভাবিক আচরণ করছেন। হত্যার প্রকৃত কারণ উদঘাটনে জিজ্ঞাসাবাদ এবং তদন্ত চলছে।
তিনি আরও বলেন, স্থানীয়রা জানিয়েছেন দুই মেয়েসহ এই দম্পতি এলাকার অধিবাসীদের সঙ্গে দূরত্ব রেখে চলতেন। কারও সঙ্গেই তাদের সদ্ভাব ছিল না।
সারাবাংলা/একেএম
আধ্যাত্মিক ক্ষমতার পরীক্ষা বাবা-মা ভারতের অন্ধ্র প্রদেশ মেয়েকে পিটিয়ে হত্যা