Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সব নাগরিকের জন্য বিনামূল্যে ভ্যাকসিনের ব্যবস্থা করার দাবি

স্পেশাল করেসপন্ডেন্ট
২৫ জানুয়ারি ২০২১ ২১:২৮ | আপডেট: ২৫ জানুয়ারি ২০২১ ২১:৫৮

ঢাকা: করোনাভাইরাসের (কোভিড-১৯) ভ্যাকসিন নিয়ে সব ধরনের বাণিজ্য বন্ধ করে সবার জন্য বিনামূল্যে ভ্যাকসিন প্রয়োগে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন বাম গণতান্ত্রিক জোট।

সোমবার (২৫ জানুয়ারি) স্বাস্থ্য মন্ত্রণালয়ের সামনে এক বিক্ষোভ সমাবেশ থেকে তারা এই দাবি জানিয়েছে। পল্টন মোড়ে জামায়েত হয়ে সচিবালয়ে যাওয়ার সময় জিরো পয়েন্ট মোড়ে পুলিশ বাধা দিলে সেখানে অবস্থান করে জোটের নেতাকার্মীরা বিক্ষোভ প্রদর্শন করে।

বিজ্ঞাপন

সমাবেশে বাম নেতারা বলেন, মাত্র ১০ হাজার কোটি টাকা বরাদ্দ দিলেই দেশের সব মানুষকে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া সম্ভব। বিনামূল্যে রাষ্ট্রীয় উদ্যোগে সবার জন্য করোনা ভ্যাকসিনের ব্যবস্থা করার জোর দাবি জানাই আমরা। ব্যবসায়ী বন্ধুদের মুনাফা সুযোগ করে দিতে সরকার যদি ‘টাকা ছাড়া টিকা নাই’ নীতি কার্যকর করে, তাহলে সরকারের বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তুলতে দেশবাসীর প্রতি আহ্বান জানান তারা।

বাম গণতান্ত্রিক জোটের নেতারা আরও বলেন, বাংলাদেশ সরকার ভারত সরকারের সঙ্গে জি-টু-জি চুক্তি না করে বাংলাদেশের বেক্সিমকো ফার্মাকে সঙ্গে নিয়ে ভারতের সিরাম ইনস্টিটিউটের সঙ্গে ত্রিপাক্ষিক চুক্তি করেছে। এর মাধ্যমে বেক্সিমকো ৫০০ কোটি টাকা ব্যবসা করে নেবে। বেক্সিমকো বেসরকারিভাবে ৩০ লাখ ডোজ ভ্যাকসিন বিক্রি করবে, এর মধ্যে ১০ লাখ ডোজের জন্য এরই মধ্যে চুক্তি হয়েছে। বাংলাদেশের বাজারে বেক্সিমকো এর খুচরা মূল্য নির্ধারণ করেছে ১৩ ডলার বা ১১২৫ টাকা।

তারা আরও বলেন, প্রতিমাসে ৫০ লাখ ডোজ ভ্যাকসিন আমদানি করলে সব মানুষকে ভ্যাকসিন দিতে পাঁচ বছরেরও বেশি সময় লাগবে। সেক্ষেত্রে শ্রমজীবী-মেহনতি মানুষদের যারা নাগরিক সেবায় নিয়োজিত, তাদের ভ্যাকসিন প্রয়োগে অগ্রাধিকার দেওয়ার দাবি জানান তারা।

বিজ্ঞাপন

জোট সমন্বয়ক ও সিপিবি’র প্রেসিডিয়াম সদস্য আবদুল্লাহ ক্বাফী রতনের সভাপতিত্বে বিক্ষোভপূর্ব সমাবেশে বক্তব্য রাখেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য রাজেকুজ্জামান রতন, সিপিবি’র সহকারী সাধারণ সম্পাদক সাজ্জাদ জহির চন্দন, বাসদের (মার্কসবাদী) আ ক ম জহিরুল ইসলাম, ইউসিএলবি’র নজরুল ইসলাম, গণসংহতি আন্দোলনের জুলহাস নাইন বাবু, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির শহিদুল ইসলাম সবুজ, সমাজতান্ত্রিক আন্দোলনের নির্বাহী সভাপতি আব্দুল আলী।

সারবাংলা/এএইচএইচ/টিআর

করোনার ভ্যাকসিন বিনামূল্যে ভ্যাকসিন বিনামূল্যে ভ্যাকসিনের দাবি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর