চট্টগ্রামে ৬ লাখ টাকার জালনোটসহ গ্রেফতার ২
স্পেশাল করেসপন্ডেন্ট
২৫ জানুয়ারি ২০২১ ২০:৫৬
২৫ জানুয়ারি ২০২১ ২০:৫৬
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে প্রায় ৬ লাখ টাকার সমপরিমাণ জালনোটসহ দু’জনকে গ্রেফতার করেছে আকবর শাহ থানা পুলিশ।
সোমবার (২৫ জানুয়ারি) বিকেলে নগরীর শহীদ লেইন থেকে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জহির হোসেন।
গ্রেফতার দু’জন হলেন- মো. আজিজ (৬০) ও মো. হারুন (৪০)।
ওসি জহির সারাবাংলাকে বলেন, ‘গ্রেফতার দুজনের বাড়ি জামালপুর জেলা সরিষাবাড়ি উপজেলায়। তাদের বিরুদ্ধে সরিষাবাড়ি থানায়ও মামলা আছে। আমরা গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতারের পর তাদের কাছে ৫ লাখ ৯০ হাজার টাকার সমপরিমাণ জালনোট পেয়েছি। জালনোটের উৎস এবং চক্রের বিষয়ে জানতে তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।’
সারাবাংলা/আরডি/এমআই