Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রাম সিটি নির্বাচনে সহিংসতার আশঙ্কা রয়েছে: মাহবুব তালুকদার

স্পেশাল করেসপন্ডেন্ট
২৫ জানুয়ারি ২০২১ ১৭:৫৪ | আপডেট: ২৫ জানুয়ারি ২০২১ ২০:০৯

ফাইল ছবি

ঢাকা: চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনকে বর্তমান নির্বাচন কমিশনের অবশিষ্ট সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন বলে উল্লেখ করেছেন নির্বাচন কমিশনার (ইসি) মাহবুব তালুকদার। তবে এ নির্বাচন ঘিরে সহিংসতার আশঙ্কা ও উদ্বেগের যথেষ্ট কারণ রয়েছে বলেও মনে করছেন তিনি।

সোমবার (২৫ জানুয়ারি) চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে ‘আমার বার্তা’ শিরোনামে লিখিত বক্তব্যে মাহবুব তালুকদার এসব কথা বলেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, নির্বাচনের পরিবেশ সুষ্ঠু না হলে অবাধ, নিরপেক্ষ, আইনানুগ ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়। নির্বাচনের পূর্বশর্ত লেভেল প্লেয়িং ফিল্ডের ধারণাও অবান্তর হয়ে যায়।

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে পক্ষ-বিপক্ষের ভারসাম্য সৃষ্টি আমাদের জন্য এক বড় চ্যালেঞ্জ উল্লেখ করে মাহবুব তালুকদার বলেন, এ নির্বাচনে নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে থাকা অপরিহার্য, নইলে তা ভণ্ডুল হয়ে যাবে। সুষ্ঠু নির্বাচন দল ও মত নির্বিশেষে সবার জন্য দেশপ্রেমের অগ্নিপরীক্ষা। নির্বাচন গণতন্ত্র প্রতিষ্ঠার একমাত্র অবলম্বন।

তিনি বলেন, চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে অতি গুরুত্ববহ নির্বাচন। এই নির্বাচনে ভোটার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, নির্বাচন কাজে নিয়োজিত সব অংশীজন প্রত্যেকেই নিরপেক্ষভাবে দায়িত্বপূর্ণ ভূমিকা পালন করে জাতি হিসেবে আমাদের আত্মমর্যাদা সমুন্নত রাখবেন।

মাহবুব তালুকদার বলেন, ভোট হচ্ছে স্বাধীন দেশে জনগণের সার্বভৌমত্বের প্রতীক, একটি পবিত্র আমানত। এর মাধ্যমে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলিত হয়। নির্বাচন ভূলুণ্ঠিত হলে গণতন্ত্রও ভূলুণ্ঠিত হয়ে যায়। আমরা যে মুক্তিযুদ্ধের চেতনার কথা বলি, তার নির্যাস হচ্ছে গণতন্ত্র। ক্ষমতার স্বাভাবিক হস্তান্তর হচ্ছে এর মূল লক্ষ্য। ভোটের মাধ্যমে সত্যিকার জনপ্রতিনিধিরা যাতে নির্বাচিত হন, সেটি নিশ্চিত করতে হবে।

বিজ্ঞাপন

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, নির্বাচনকাজে নিয়োজিত অংশীজন প্রত্যেকেই নিরপেক্ষভাবে দায়িত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। তিনি বলেন, বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের আইনানুগভাবে অবশ্যই প্রতিহত করতে হবে। আমরা জনগণের মনে নির্বাচনের প্রতি আস্থা সৃষ্টি করে ও তাদের উদ্বুদ্ধ করে গণতন্ত্রের অভিযাত্রায় শামিল হতে চাই।

সারাবাংলা/জিএস/এমআই

ইসি চট্টগ্রাম সিটি করপোরেশন টপ নিউজ নির্বাচন কমিশন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর