মডার্নার ভ্যাকসিন ভারতে আনতে চায় টাটা
২৫ জানুয়ারি ২০২১ ১৭:৩৭ | আপডেট: ২৫ জানুয়ারি ২০২১ ১৯:১৯
যুক্তরাষ্ট্রের ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান মডার্নার উদ্ভাবিত করোনা ভ্যাকসিন ভারতে স্থানীয়ভাবে উৎপাদন করতে আগ্রহী টাটা গ্রুপ। খবর রয়টার্স।
সোমবার (২৫ জানুয়ারি) টাটা গ্রুপের পক্ষ থেকে বলা হয়েছে, তাদের স্বাস্থ্যসেবা বিভাগের পক্ষ থেকে এরই মধ্যে মডার্নার সঙ্গে প্রাথমিক আলোচনা শুরু হয়েছে।
এদিকে, টাটা মেডিকেল অ্যান্ড ডায়াগনিস্টিক ভারতের বিজ্ঞান এবং শিল্প গবেষণা কাউন্সিলের সঙ্গে যৌথভাবে দেশটিতে ওই ভ্যাকসিনের ক্লিনিকাল ট্রায়াল চালাতে পারে বলে জানিয়েছে রয়টার্স।
তবে, এ ব্যাপারে টাটা গ্রুপ কিংবা মডার্না কারো পক্ষ থেকেই এ ব্যাপারে কোনো বক্তব্য পায়নি বার্তাসংস্থা রয়টার্স।
অন্যদিকে, ফাইজারের ভ্যাকসিন বিশেষায়িত তাপমাত্রায় (-৭০ ডিগ্রি সেলসিয়াস) সংরক্ষণ করতে হলেও মডার্নার ভ্যাকসিন সাধারণ রেফ্রিজারেটরের তাপমাত্রায়ই সংরক্ষণ করা যাবে বলে ভারতের বাজারে এই ভ্যাকসিনের চাহিদা বাড়তে পারে বলে ধারনা করছেন সংশ্লিষ্টরা।
এর আগে, মডার্নার করোনা ভ্যাকসিন ৯৪.১ শতাংশ কার্যকর বলে প্রমাণিত হয়েছে। মডার্নার ভ্যাকসিন প্রয়োগের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
প্রসঙ্গত, চলতি মাসের শুরুতে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা উদ্ভাবিত এবং স্থানীয় সিরাম ইনস্টিটিউট উৎপাদিত কোভিশিল্ড এবং ভারত বায়োটেকের উদ্ভাবিত কোভ্যাক্সিন দেশটিতে জরুরিভিত্তিতে প্রয়োগের অনুমোদন দেওয়া হয়েছে।
সারাবাংলা/একেএম