সংসদে ‘বাংলাদেশ ট্রাভেল এজেন্সি নিবন্ধন ও নিয়ন্ত্রণ বিল’ পাস
২৫ জানুয়ারি ২০২১ ১৫:০৪ | আপডেট: ২৫ জানুয়ারি ২০২১ ১৬:৩৩
ঢাকা: সংসদে বাংলাদেশ ট্রাভেল এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) (সংশোধন) বিল-২০২১’ পাস হয়েছে। সোমবার (২৫ জানুয়ারি) ট্রাভেল এজেন্সিগুলো আইনের কোনো বিধান লঙ্ঘন করলে ছয় মাসের জেল, পাঁচ লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ডের বিধান রেখে এই আইন পাস হয়।
বিলটি অনুযায়ী ট্রাভেল এজেন্সি মালিকানা হস্তান্তর করতে পারবে। তারা দেশ-বিদেশে শাখাও খুলতে পারবে। প্রস্তাবিত আইনে বলা হয়, কোনো বিধান লঙ্ঘন করলে ছয় মাসের জেল, পাঁচ লাখ টাকা জরিমানা বা উভয় দন্ড দেয়া হবে। এ সংক্রান্ত মামলা নিষ্পত্তিতে ফৌজদারি কার্যবিধি প্রযোজ্য হবে।
এখন থেকে কোনো ট্রাভেল এজেন্সির ঠিকানা পাল্টাতে হলেও অনুমতি নিতে হবে বলেও বিলে বলা হয়েছে।
বিলের উদ্দেশ্য ও কারণ সম্পর্কে প্রতিমন্ত্রী মাহবুব আলী সংসদে বলেন, ‘আইনটি অনুমোদন হলে নবায়ন আবেদন দাখিলে বিলম্ব ও অপরাধের জন্য লাইসেন্স বাতিলের পরিবর্তে নির্ধারিত জরিমানা দিয়ে সনদ নবায়ন এবং নির্ধারিত শর্ত সাপেক্ষে মালিকানা হস্তান্তর, দেশ-বিদেশে শাখা অফিস খোলার সুযোগ সৃষ্টি হবে। ফলে ট্রাভেল এজেন্সি হতে কাঙ্খিত সেবা প্রাপ্তি সহজ হবে। অধিকন্তু সরকারের রাজস্ব আয়ও বৃদ্ধি পাবে।’
বিল পাসের আগে কয়েকজন সংসদ সদস্য বিলটি জনমত যাচাইয়ের জন্য পাঠানোর প্রস্তাব দিলেও কণ্ঠভোটে তা নাকচ হয়ে যায়। এছাড়া সংশোধনীরও প্রস্তাবও নাকচ হয়।
পরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বিলটি পাসের প্রস্তাব করলে তা পাস হয়।
সারাবাংলা/এএইচএইচ/এমও