ফের সংঘর্ষে জড়ালো ভারত-চীন
২৫ জানুয়ারি ২০২১ ১৩:১৬ | আপডেট: ২৫ জানুয়ারি ২০২১ ১৪:৫৩
উত্তর সিকিমের বিরোধপূর্ণ সীমান্ত অঞ্চলে ভারত এবং চীনের সেনাবাহিনীর মধ্যে ফের সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর বিবিসি।
সোমবার (২৫ জানুয়ারি) ভারতের কয়েকটি শীর্ষ সংবাদ মাধ্যম জানিয়েছে, তিনদিন আগে উত্তর সিকিমের নাকু লা পাস অঞ্চলে ভারত এবং চীনের সদস্যরা মুখোমুখি অবস্থান নেয়।
এ ব্যাপারে বিবিসি জানাচ্ছে ওই সংঘর্ষের ঘটনায় উভয়পক্ষেরই কয়েকজন সেনা সদস্য আহত হয়েছেন।
It's clarified that there was a minor face-off between Indian Army & Chinese PLA troops at Naku La, Sikkim on 20th January. It was resolved by local commanders as per established protocols: Indian Army https://t.co/nFLWUNb2kx
— ANI (@ANI) January 25, 2021
এর আগে, ২০২০ সালের জুনে ভারতের লাদাখ সীমান্ত অঞ্চলবর্তী গালওয়ান ভ্যালিতে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষ হয়। সে সময় ভারতের ২০ সেনা সদস্য প্রাণ হারান। তবে, চীনের পক্ষ থেকে হতাহতের ব্যাপারে কিছু জানানো হয়নি।
প্রসঙ্গত, ভারত এবং চীনের মধ্যে তিন হাজার ৪৪০ কিলোমিটার বিরোধপূর্ণ সীমান্ত রয়েছে। ওই সীমান্ত অঞ্চলে প্রায়শই দুই দেশের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়ার খবর পাওয়া যায়।
এছাড়াও, ১৯৬২ সালে ভারত এবং চীনের মধ্যে সরাসরি যুদ্ধে ভারত পরাজিত হয়েছিল।
সারাবাংলা/একেএম