ব্রাজিলে বিমান দুর্ঘটনায় ৪ ফুটবলারসহ নিহত ৫
২৫ জানুয়ারি ২০২১ ১২:৫১ | আপডেট: ২৫ জানুয়ারি ২০২১ ১৪:২৮
ব্রাজিলে একটি প্রাইভেট জেট দুর্ঘটনায় চার ফুটবলার এবং ক্লাব প্রেসিডেন্টের মৃত্যু হয়েছে। খবর ডয়চে ভেলে।
রোববার (২৪ জানুয়ারি) পালমাস শহর থেকে ওই ক্লাবের চার ফুটবলার এবং ক্লাবের প্রেসিডেন্ট একটি প্রাইভেট জেটে ৮০০ কিলোমিটার দূরে ভিলা নোভায় যাচ্ছিলেন। যাত্রা শুরু করার পর প্লেনটি রানওয়েতেই ভেঙে পড়ে। ঘটনাস্থলেই পাইলটসহ বিমানের সকল আরোহী প্রাণ হারান।
ডয়চে ভেলে জানিয়েছে, ব্রাজিলের চতুর্থ সারির দল পালমাস ফুটবল ক্লাব। প্রাইভেট জেটে করে টুর্নামেন্ট খেলতে যাচ্ছিলেন ওই ফুটবলাররা।
এর আগে, ২০১৬ সালে কলম্বিয়া যাওয়ার পথে পাহাড়ে ভেঙে পড়েছিল আরো একটি ব্রাজিলের বিমান। ওই বিমানে ব্রাজিলের একটি ক্লাবের পুরো ফুটবল টিম ছিল। তারও বছর কয়েক আগে ব্রাজিলের এক সময়ের জাতীয় দলের অধিনায়ক ফার্নান্ডো হেলিকপ্টার দুর্ঘটনায় মারা গিয়েছিলেন।
তবে, ক্লাব কর্তৃপক্ষ এবং স্থানীয় প্রশাসন এখনো পর্যন্ত ভেঙে পড়া বিমানটির ব্যাপারে কোনো তথ্য প্রকাশ করেনি। কীভাবে বিমানটি ভেঙে পড়ল, বিমানটি ত্রুটিপূর্ণ ছিল কি না, কিছুই জানানো হয়নি।
সারাবাংলা/একেএম