Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘উন্নত বাংলাদেশ গড়তে উদ্যোক্তা সৃষ্টির বিকল্প নেই’

স্পেশাল করেসপন্ডেন্ট
২৪ জানুয়ারি ২০২১ ২২:৩২ | আপডেট: ২৪ জানুয়ারি ২০২১ ২২:৩৩

ঢাকা: বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান সিরাজুল ইসলাম বলেছেন, উন্নত বাংলাদেশ গড়তে হলে আগামী প্রজন্মকে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন যোগ্যতা নিয়ে বড় হতে হবে। মানুষ তার স্বপ্নের সমান। ২০৪১ সালে উন্নত বাংলাদেশ গড়তে হলে সফল উদ্যোক্তা সৃষ্টির কোনো বিকল্প নেই।

রোববার (২৪ জানুয়ারি) প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ে আয়োজনে ‘entrepreneurship and innovation’ শীর্ষক এক ওয়েবিনার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিডার নির্বাহী চেয়ারম্যান সিরাজুল ইসলাম এসব কথা বলেন।

বিজ্ঞাপন

সিরাজুল ইসলাম বলেন, ‘এখন আমরা আমাদের স্বাধীনতার ৫০ বছর পালন করতে যাচ্ছি। এই ৫০ বছরে আমরা বিশ্বের বুকে অগ্রসর জাতি হিসাবে দাড়াতে পেরেছি। বাংলাদেশ এখন অর্থনৈতিক অগ্রগতির দেশ, এই করোনা আবহে যেখানে বিশ্বে বড় বড় দেশের অর্থনৈতিক চাকা থমকে গেছে সেখানে বাংলাদেশের অর্থনীতির চাকা চলমান রয়েছে প্রধানমন্ত্রীর সাহসী দূরদর্শী নেতৃত্বের কারণে। গত ১০ বছরে বাংলাদেশের যে উন্নয়ন হয়েছে, তা পূর্বের ৪০ বছরের থেকেও বেশি।’

সভাপতির বক্তব্যে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) ইঞ্জিনিয়ার ড. হুমায়ূন কবির বলেন, ‘আগামী প্রজন্মকে ব্রান্ড বাংলাদেশ নিয়ে ভাবতে হবে, নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টি, পর্যাপ্ত বিনিয়োগ ছাড়া কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়।’

অনুষ্ঠানে মিসেস কাহকাশা’র সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- মো. নজরুল ইসলাম, চেয়ারম্যান ট্রাস্টি বোর্ড, প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয় এবং ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ প্রফেসর ড. ইফফত জাহান।

সারাবাংলা/জিএস/এমও

উন্নত বাংলাদেশ বিডা

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর