Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সরকার ইমাম-মুয়াজ্জিনদের সব সুযোগ বাড়িয়েছে: বস্ত্র ও পাটমন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ জানুয়ারি ২০২১ ২২:১৬

গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক, ফাইল ছবি

নারায়ণগঞ্জ: বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক) বলেছেন, ‘বর্তমান সরকার ইমাম ও মুয়াজ্জিনদের সব সুযোগ-সুবিধা বৃদ্ধি করেছে। ইমামদের কল্যাণে সরকার ইমাম কল্যাণ ট্রাস্ট গঠন করছে।’

রোববার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় ‌রূপগ‌ঞ্জ উপ‌জেলার চনপাড়া ২ নম্বর ওয়ার্ডে আঞ্জুমান ইসলামিক পাঠাগার মা‌ঠে আলোচনা সভা ও মিলাদ মাহ‌ফিলে ভার্চুয়ালি অংশ নিয়ে তি‌নি এসব কথা বলেন। চনপাড়া ইমাম ঐক্য প‌রিষ‌দের উদ্যোগে এই আয়োজ করা হয়।

বিজ্ঞাপন

প্রধান অতিথির বক্ত‌ব্যে গোলাম দস্তগীর গাজী আরও বলেন, ‘ইমামরা হচ্ছেন সমাজের নেতা। ইসলামের অপব্যাখ্যায় যাতে কেউ বিশৃঙ্খলা, সন্ত্রাস ও জঙ্গিবাদে লিপ্ত না হয়; সেজন্য সাধারণ মানুষকে সচেতন করতে হবে ইমামদের।’

কা‌য়েতপাড়া ইউনিয়ন প‌রিষদের প্যানেল চেয়ারম্যান ও চনপাড়া শেখ রাসেলনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ বজলুর রহমানের সভাপ‌তি‌ত্বে অনুষ্ঠা‌নে আরও উপ‌স্থিত ছি‌লেন- চনপাড়া ইমাম ঐক্য প‌রিষ‌দের সভাপ‌তি মুফ‌তি আব্দুর রাজ্জাক, চনপাড়া ইমাম ঐক্য প‌রিষ‌দের সাধারণ সম্পাদক মাওলানা আজিজুর রহমান শেখ, আওয়ামী লীগ নেত‌া‌ শেখ জাহাঙ্গীর আলম, চনপাড়া শেখ রা‌সেলনগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লী‌গের সভাপ‌তি সভাপ‌তি আব্দুস সালাম, চনপাড়া শেখ রা‌সেলনগর ইউনিয়ন স্বেচ্ছা‌সেবকলী‌গের সাধারণ সম্পাদক আবু বকর সি‌দ্দিক, আব্দুল মান্নান বাদল, আব্দুল মা‌লেকসহ স্থানীয় গণ্যমান্যরা।

সারাবাংলা/এমও

ইমাম কল্যাণ ট্রাস্ট ইমাম-মুয়াজ্জিন গোলাম দস্তগীর গাজী বস্ত্র ও পাটমন্ত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর